ভারতীয় দলের তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিমান ধরতে গিয়ে রীতিমতো হেনস্তার শিকার হলেন শেফালি বর্মা। শ𝕴েফালি একটি এয়ারলাইন্সের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় ইন্ডিগো এয়ারলাইনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
কিন্তু কারণটা কী? আসলে দিল্লি থেকে বেনারস যাওয়ার জন্য বিমান ধরতে গিয়েই তাঁকে খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়। তাঁর অভি🗹যোগ, ঠিক সময়ে পৌঁছানোর পরেও বিমানে উঠতে দেওয়া হয়নি ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটারকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন শেফালি।
আরও পড়ুন: দুই ভারতীয় ব্যাটারকে পার্ট-টাইম বোলিং করানোর সিদ্ধাꦉন্ত- জানালেন বোলিং কোচ
শেফালির অভিযোগ, নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে পৌঁছলেও, তাঁকে দিল্লি থেকে বেনারসগাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমী ইন্ডিগো সংস্থার বিমানে উঠতে দেওয়া হয়নি। শেফালি টুইটারে লিখেছেন, ‘আমি বিমান ছাড়ার ২৫ মিনিট আগে পৌঁছে গিয়েছিলাম।🐲 আমরা বহু অনুরোধ করার পরেও, আমাদের কোনও ভাবেই বিমানে উঠতে দেওয়া হয়নি। কর্মীদের আচরণ খুব খারাপ ছিল। অত্যন্ত অভদ্র। খুব খারাপ অভিজ্ঞতা হল।’
তবে বিমান সংস্থার উপর ক্ষোভ উগরাতে গিয়ে, এখন নিজেই বাজে ভাবে ট্রোলড হচ্ছেন শেফালি। কারণ তিনি দেরিতে বিমানবন্দরে পৌঁছেছিলেন। যেখানে বিমান ধরার জন্য কমপক্ষে🎶 ২ ঘন্টা আগে পৌঁছাতে হয়, সেখানে ২৫ মিনিট আগে পৌঁছানোর পর শেফালির এমন অভিযোগ হজম করতে পারছে না নেটপাড়া।
আরও পড়ুন: ওত টাকা রোজগার করি না! ইনস্টা থেকে আ𒐪য় প্রসঙ্গে সাফাই কোহলির
একজন শেফালিকে কটাক্ষ করে লিখেছেন যে, ফ্লাইটট𒊎ি উড়ে যাওয়ার পরে তাঁর আসা উচিত ছিল এবং তার পরে তাঁর জন্য ফ্লাইটটি ফেরত আনানো হত। কেউ কেউ আবার লিখেছেন, এটা ট্রেন ছিল না, ফ্লাইটে ছিল। আবার কারও মতে, বিমান সংস্থা তাদের নিয়ম মেনে চলছে। ঠিক করেছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এয়ারলাইন্সের বিরুদ্ধে বিরক্তি প্রকা💜শ করে টুইট করেছিলে⛄ন শেফালি। এর ঠিক ১২ঘন্টা পরে তিনি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পৌঁছেছিলেন।
এদিকে এশিয়ান গেমসের আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে বিশ্রামে রয়েছে। আগামী মাসে চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমস খেলতে এরপর উড়ে যাবে ভারতཧের মেয়েরা। শেফালি বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে ছিলেন, যেখানে তিনি ব্যাট হাতে ফ্লপ হয়েছিলেন। কিন্তু ৪ ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছিলেন।এক ম্যাচে ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এখন এশিয়ান গেমসেও তাঁর দিকে চেয়ে থাকবে ভারত। দেখার, শেফালি কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন।