সময়টা সত্যিই খারাপ যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের। এমনিতে ফর্মের ধারে কাছে নেই তিনি। সেই ওডিআই বিশ্বকাপ থেকেই তিনি রয়েছেন ছন্দের থেকে অনেক দূরে। এরপর জানুয়ারিতে প্রথমবার দেশের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ভেবেছিলেন হয়ত নিজের দ্বিতীয় ইনিংস সুখকর হবে। কিন্তু কোথায় কি! উল্টে একের পর এক🍷 মামলায় জড়িয়ে বেকায়দায় পড়ে গেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এবার নতুন বিতর্কে নাম জড়ালো তাঁর। বাংলাদেশের শেয়ার মার্কেটেও আর্থিক๊ দুর্নীতির অভিযোগ উঠল এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে। সেই জন্য তাঁকে বাংলাদেশে আর্থিক নিয়ম সংক্রান্ত নিয়ামক সংস্থার তরফেও শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় অঙ্কের জরিমানা করা হয়েছে শাকিব আল হাসানকে।
আরও পড়ুন-পাখির চোখ T20 বিশ্বকাপ! দুবাই উড়ে গেল ভাﷺরতীয় মহিলা দল…হরমনপ্রীতদের সঙ্গে গেলেন মনꦐোবিদও…
চলতি বছরের শুরুতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাংসদ নির্বাচিত হয়েছিলেন শাকিব। সেই সময় তাঁর মধ্যে দেখা গেছিল চরম অহঙ্কার বোধ। দলের কর্মিদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু ছয় মাসের ব্যবধানেই পরপ⭕র বিতর্কে জড়িয়ে নাজেহাল অবস্থা হয়েছে তাঁর। পরিস্থিতি এতটাই বেগতিক যে ভয় দেশেই ঢুকতে পারছেন না এই সময়ের বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।
কয়েক মাস আগে বাংলাদেশে যুব আন্দোলনের জেরে হাসিনার সরকারের পতন ঘটে। এরপরই শাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের হয়েছিল খুনের ঘটনায় জড়িত থাকার মামলা। যদিও খুনের ঘটনা এবং প্রতিবাদ আন্দোলনের সময় শাকিব দেশে না থা❀কায় তাঁর বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা বিসিবি। এই আবহেই এবার তাঁর বিরুদ্ধে এল আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ।
আরও পড়ুন-হ্য💫ারি ব্রুকের শতরানে অবশেষে থামল অজিদের বিজয়রথ! ৩৪৮ দিন পর ODIতে হার অস্ট্রেলিয়ার…
শেয়ার মার্কেটে প্যারামাউন্ট ইনসুরেন্স নামক এক সংস্থার শেয়ার কেনার ক্ষেত্রে কারসাজির অভিযোগ উঠল শাক𓄧িব আল হাসানের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে শাকিবকে ৫ಞ০ লক্ষ বাংলাদেশ টকা জরিমানা করেছে সেদেশের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যানড্ এক্সচেঞ্জ কমিশন। এছাড়াও তাঁর সঙ্গে জড়িত আরও ছয় জন এবং তাঁদের প্রতিষ্ঠানকেও বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন-অবসরের সিদ্ধান্তে ডিগবাজি! ম্যাককালাম কোচ হতেই স্টোক্স বললেন, ‘আবার♛ ODI খেলতে𝓡 রাজি’…
গতবছর ১৭ অগাস্ট থেকে ১৯ সেপ্টেম্বর 𓆉পর্যন্ত প্যারামাউন্ট ইনসুরেন্স নামের সেই বিমা সংস্থার শেয়ারে কারসাজি করা হয়েছে বলে জানা গেছে। সেই কারসাজিতেই যুক্ত থাকার অপরাধে শাকিবকে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের এই অলরাউন্ডার রয়েছেন ভারতে, খেলছেন টেস্ট সিরিজে। 🐽তবে প্রথম টেস্টে তাঁর যা পারফরমেন্স তাতে কানপুরে দ্বিতীয় ম্যাচেই তাঁকে দল থেকে বাদ দিতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে ভারত সফরের পর দেশে ফিরলে কিভাবে সরকারের কঠোর পদক্ষেপ আটকানো যায়, সেই নিয়েও চিন্তায় রয়েছেন শাকিব। ফলে তাঁর খেলায় যে মাঠের বাইরের বিতর্কের প্রভাবই এই মূহূর্তে বেশি পড়েছে, তা বলাই বাহুল্য।