মাত্র কয়েকদিন আগেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন অবসর শব্দটাকে অনেকে মজা হিসেবে দেখছেন, সেই কারণে একবার অবসর নিয়ে আবারও ফিরে আসেন। এরই মধ্যে ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক বেন স্টোক্স ফের ইঙ্গিত দিলেন সাদা বলের ক্রিকেটে ফের꧙ার। সদ্য ইংল্যান্ডের সিমিত ওভারের ক্রিকেটের কোচের পদেও বসেছেন ব্রেন্ডন ম্যাককালাম। এরপরই বাজের সঙ্গে সম্পর্ক ভালো থাকার দরুণ বেন স্টোক্সও জানিয়ে দিয়েছেন তিনি সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তনে রাজি, যদি ব্রেন্ডন ম্যাককালাম তাঁকে ডাকেন। অর্থাৎ ঘুরিয়ে ফের একবার ওডিআইতে দেশের হয়ে খেলারই ইচ্ছা প্রকাশ করলেন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের নায়ক।
আরও পড়ুন-‘ওরা আমা💞দের মেরে ফেলছে’, লেভার কাপ জয়ের পর ATP-র বিরুদ্ধে বোমা ফাটালেন আলকারাজ…
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোক্স অনেকদিন ধরেই ইংল্যান্ডের সাদা বলে খেলেন না। ২০২২ সালে দঃ আফ্রিকা সিরিজের পর প্রথম ওডিআই থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। এরপর অবশ্য গতবছর ভারতে আয়োজিত ওডিআই বিশ্বকাপে ই🙈ংল্যান্ডের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কিন্তু চলতি বছরে ফের টি২০ বিশ্বকাপের আগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। গতবার ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরমেন্স বা তাঁর ব্যক্তিগত পারফরমেন্স, কোনওটাই তেমন নজরকাড়া ছিল না।
আরও পড়ুন-বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ২ বছর পর ফের কাতারে খেলবেন এমবাপে! সুꦯযোগ FIFA ট্𓃲রফি জয়ের
দঃ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর দু বছর আগে যখন স্টোক্স ওডিআই থেকে অবসর🍌 নিয়েছিলেন তখন শারীরিক এবং মানসিক ফিটনেসের অজুহাত দিয়েছিলেন। এছাড়াও হাঁটুর চোটের জন্য তিন ফরম্যাটে একসঙ্গে বোলিং করা সম্ভব নয় বলেই জানিয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু কোচের পদে বাজ বসতেই, নিজের অবসরের সিদ্ধান্ত থেকে ইউটার্ন নিয়ে ফের খেলতে চান তিনꦆি।
আরও পড়ুন-পদক আসেনি প্যারিসে! পাখির চোখ এশিয়ানไ গেমস… অনুশীলন শুরু সিন্ধুর!আসছেন নয়া কোচ…
বর্তমানেও বেন স্টোক্স চোটের জন্যই রয়েছেন মাঠের বাইরে। তাঁর পরিবর্তে টেস্ট ফরম্যাটে অধিনায়কত্ব করতে দেখা গেছে ওলি পোপকে। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলের দায়িত্ব নিয়ে ওলি পোপ দলকে সিরিজ জিতিয়েছেন। বর্তমানে স্টোক্স ব্যস্ত রয়েছেন আগামী মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য। এদিকে কদিন আগেই ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাঁরা বেন স্টোক্স এবং 💛জো রুটের নাম ভাবনা চিন্তায় রেখেছেন।