ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন। জাতীয় দল থেকে বাদ পড়তেই তিনি মন দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। ১২ জানুয়ারি থে🌄কে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মুম্বই তাদের দ্বিতীয় রঞ্জি ট্রফির ম্যাচ খেলবে। ম্যাচটি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন শ্রেয়স।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দুই ম্যাচের টি-টোয়েন্টি টেস্ট সিরিজের দলে ছিলেন শ্রেয়স। কিন্তু তিনি রীতিমতো🧜 নিরাশ করেছেন। শ্রেয়স সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে ৩১ এবং ৬ রান করেছিলেন। আর কে♒পটাউনে দ্বিতীয় টেস্টে তিনি ০ এবং অপরাজিত ৪ রান করেন।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র মঙ্গলবার টিওআইকে জানিয়েছে, ‘শ্রেয়💫স আইয়ার মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।’ মুম্বইয়ের নির্বাচকেরা অবশ্য ইতিমধ্যে মরশুমের দ্বিতীয় রঞ্জি ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছে। আসলে ২৯ বছর বয়সী তারকা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য ভালো ভাবে প্রস্তুতি নিতে চান। তাই তিনি রঞ্জি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, ২৫ জানুয়ারি হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে চান শ্রেয়স।
আরও পড়ুন: বুঝতেই পারি না, আমায় নিয়ে কী ভাবছে- টিম�🐲� ম্যানেজমেন্টের T20I পরিকল্পনা নিয়ে বিস্ফোরক শামি
সরফরাজ খানের জায়গায় দলে ঢুকেছেন শ্রেয়স আইয়ার। সরফরাজ আবার𒈔 পেসার তুষার দেশপান্ডের সঙ্গে আমদাবাদে উড়ে গিয়েছেন। ইংল্যান্ড লায়ন্সের (এ টℱিম) বিপক্ষে ইন্ডিয়া এ-এর হয়ে খেলতে।
ফাস্ট বোলার সিলভেস্টার ডিসুজা এবং ওপেনার অমোঘ ভাটকল প্রথম বার মুম্বইয়ে হয়ে রঞ্জি খেলার জন্য ১৫ জনের দলে ডাক পেয়েছেন। ডিসুজা এবং ভাটকাল দু'জনেই স্থানীয় ক্লাব ক্রিকেটে পার্স🍨ি জিমখানার হয়ে ভালো পারফর্ম করেছে। একটি সূত্র বলেছে, ‘ভ🌊াটকল আন্তঃ-অফিস ক্রিকেটে নির্লনের হয়ে পাঁচ-ছয়টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে আয়করের বিরুদ্ধে টাইমস শিল্ডে ২৬০ রয়েছে। পার্সি জিমখানার হয়ে তিনি কাঙ্গা লিগে পেয়াদে এসসি-র বিরুদ্ধে অপরাজিত ১৪৯ রান করেছিলেন এবং পুলিশ শিল্ডে পার্কোফেনের বিরুদ্ধে অপরাজিত ১০৯রান করেছিলেন৷’
এদিকে অধিনায়ক অজিঙ্কা রাহানে চোটের জন্য শেষ মুহূর্তে বিহারের বির🐓ুদ্ধে প্রথম রঞ্জি ম্যাচের একাদশ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে তাতে কোনও সমস্যা হয়নি। মুম্বই এই মরশুমে নিজেদের প্রথম রঞ্জি ট্রফির ম্যাচে বিহারকে ইনিংস এবং ৫১ রানে পরাজিত করেছিল এবং পাটনায় 🧔অনুষ্ঠিত এই ম্যাচ থেকে তারা বোনাস সহ সাত পয়েন্ট সংগ্রহ করেছিল।
রঞ্জির দ্বিতীয় ম্যাচের জন্য মুম্বইয়ের স্কোয়াড: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, জয় বিস্তা, ভুপেন লালওয়ানি, অমোঘ ভাটকল, সুভেদ পার্কার, প্রসাদ পাওয়ার (উইকেটকিপার), হার্দিক তামোর (উইকেটকিপার), শামস মুলানি, তনুশ কোღটিয়ান, অথর্ব আঙ্কোলেকার, মোহিত অবস্তি, ধবল কুলকার্নি, র🍸য়স্তান ডায়াস, সিলভেস্টার ডিসুজা।