বুধবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় সিয়েট ক্রিকেট রেটিংয়ের বার্ষিক পুরস্কার বিতরণী। অনুষ্ঠান ঘিরে রীতিমতো নক্ষত্র সমাবেশ দেখা যায়। পুরস্কার প্রাপকরা ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটমহলের ♉বহু তারকাকে দেখা যায় অনুষ্ঠানে।
তবে এত সবের মাঝেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তের ভিডিয়ো। ভাইরাল ভিড🍸িয়োয় রোহিত শর্মার প্রতি শ্রেয়স আইয়ারের আচরণ মন জিতে নেয় ক্রিকেটপ্রেমীদের। নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন কেকেআর 🍷দলনায়ক।
অনুষ্ঠানে শ্রেয়স আইয়ার বসেছিলেন একেবারে সামনের সারিতে। রোহিত শর্মা পরে উপস্থিত হন অনুষ্ঠানে। রোহিতকে আসতে দেখেই উঠে দাঁড়ান শ্রেয়স। তিনি নিজের চেয়ার এগিয়ে দেন রোহিতের দিকে। যদিও হ🐓িটম্যান শ্রেয়সকে নিজের চেয়ারে বসতে বলেন এবং নিজে পিছন♓ের সিটে বসেন।
ছোট্ট এই ঘটনায় স্পষ্ট যে, ভারতীয় ক্রিকেটে সিনিয়রদের প্রতি সম্মান অটুট তুলনায় জুনিয়রদের। হতে পারে একসঙ্গে মাঠে নামেন,ꦬ তবে ভারত অধিনায়ক এক্ষেত্রে ড্রেসিংরুমে সতীর্থদের কাছ থেকে কতটা সম্মান আদায় করে নেন, সেটা বোঝা যায়ꩵ শ্রেয়সের আচরণ দেখে।
রোহিত শর্মা সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কা🍷র জেতেন। তিনি বিসিসিআই সচিব জয় শাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। শ্রেয়স আইয়ার আইপিএল ২০২৪-এর সেরা ক্যাপ্টেনের পুরস্কার জেতেন।
উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বে ভারত ২০২৩-এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয়। তবে ক্যাপ্টেন হিসেবে ভারতীয় দলকে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতান হিটম্যা🐎ন।
অন্যদিকে শ🌠্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালের আইপিএলের খেতাব জেতে। দীর্ঘ এক দশক পরে কেকেআর ফের আইপএল চ্যাম্পিয়ন হয়। বুধবার ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ও। তাঁকে লাইফ-টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
একা রোহিত শর্মাই নন, বরং টিম ইন্ডিয়ার আরও এক সিনিয়র তারকা বিরাট কোহলির হাতেও ওঠে বিশেষ স্বীকৃতি। কোহলি বর্ষসেরা ওয়ান ডে ব্যাটার নির্বাচিত হন। বর্ষসেরা ওয়ান ডে বোলারের পুরস্কার ওঠে মহম্মদ শামির হাতে। শামি ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে রয়েছেন। গোড়ালির অস্ত্রোপচারের পরে তিনি এবছর ঘরোয়া মরশুম দিয়ে মাঠে ফিরবেন। তবে গত ওয়ান ডে বিশ্বকাপে যে রকম আগুনে বোলিং করেন শামি, তার পরে এই পুরস্কার জেতা একেবারে𒁏ই যথার্থ।