কেকেআর ছাড়তেই যেন নিজেদের চেনা ফর্ম আরও একবার ফির♕ে পেয়েছেন ক্রিকেটাররা। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সকဣে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার। গত আইপিএলে ব্যাট হাতে নিজের চেনা ফর্মের ধারে কাছে না থাকলেও ঠান্ডা মাথায় তাঁর অধিনায়কত্ব এবং ক্রিকেটারদের ওপর ভরসা করা দেখে অনেকেরই নজর কেড়েছিল তাঁর ক্যাপ্টেনসি।
কেকেআর ছাড়তেই ফর্ম ফিরে পেলেন শ্রেয়স-
গত সপ্তাহেই ছিল আইপিএলের রিটেনশনের শেষ দিন। ৩১ অক্টোবরের মধ্যেই সব দলগুলোকে জানিয়ে দিতে🦩 হত তাঁরা কোন কোন ক্রিকেটারকে রিটেন করছেন। সেই মতো কেকেআর শ্রেয়সকে রাখতে চাইলেও নাইটেদর অধিনায়ক কোনও এক কারণে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন। আর কেকেআর ছাড়ার পরই রঞ্জিতে দ্বিশতরান করলেন শ্রেয়স।
🐟আরও পড়ুন-মহম্মদ নবি-গজনফরদের দুরন্ত পারফরমেন্স! শারজাহতে বাংলাদেশকে কচুকাটা করল আফগা🌟নরা…
মহারাষ্ট্র ম্যাচে পর ওড়িশার বিপক্ষেও বড় রান শ্রেয়সের-
এই নিয়ে টানা দুই ম্যাচেই বড় রান পেলেন শ্রেয়স আইয়ার। এর আগে মহারাষ্ট্রে বিরুদ্ধে ম্যাচেও বড় শতরান করেছিলেন শ্রেয়স। ꦓসেই ম্যাচে দ্বিশতরান না আসলেও নাইটেদর অধিনায়ক করেছিলেন ১৪২ রান। লাল বলে অনেকদিন পর সেটাই ছিল শ্রেয়স আইয়ারের শতরান, তথা নজরকাড়া ইনিংস। এর আগে শ্রেয়সের লাল বলের ক্রিকেটে খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল।
ওড়িশার বিপক্ষে ২৩৩ শ্রেয়সের-
এবার ওড়িশার বিপক্ষেও ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। নাইটদের আইপিএলজয়ী অধিনায়ক করলেন ২৩৩ রান। অনেকটা ওডিআই স্টাইলে ২২৮ বলে ২৩৩ রান করেন মুম্বইয়ের এই ক্রিকেটা🦄র। অর্থাৎ স্ট্রাইক রেট ১০০র বেশি। তাঁর এই বিশাল ইনিংসের সৌজন্যেই বিহারের বিরুদ্ধে আউটরাইড জয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই দল।
আরও পড়ুন-ওপেন করতে নেমে সুপার ফ্লপ KL রাহুল! ১১ রানেই পড়ল💜 প্রথম ৪ উইকেট! চাপে ভারতীয় এ দল…
মোট ৩৩টি বড় শট খেলে দ্বিশতরান-
নাইট রাইডার্স ছাড়ার পরই ব্যাট হাতে কপাল খুলে গেল শ্রেয়সের। নাকি পারফরমেন্সের এল কঠোর পরিশ্রমের সুফল হিসেবেই, তার উত্তর সময়ই দেবে।🐬 তবে অতীতে ক্রিস গেইল, প্যাট কামিনস, সূর্যকুমার যাদব, শুভমন গিলদের মতো অনেক ক্রিকেটারকেই দেখা গেছে কলকাতা নাইট রাইডার্স ছাড়ার পরই ফর্ম ফিরে পেতে। হতে পারে শ্রেয়সের ক্ষেত্রেও তেমনটাই হল। তবে তিনি যে নিলামের টেবিলে ঝড় তুলতে চলেছেন, তা ভা🌄লোই বোঝা গেল। এই ইনিংসে ছিল ২৪টি চার এবং ৯টি ছয়।