শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ৩২ রানে হেরেছে। কলম্বোর মাটিতে স্বাগতিক শ্রীলঙ্কার ছিল স্কোর ২৪০/৯। জবাবে ভারতের ইনিংস থমকে যায় ৪২.২ ওভারে। রোহিতের হাফ সেঞ্চুরির (৪৪ বলে ৬৪ রান) উপর ভর করে ভারত ভালো সূচনা করলেও জয়ের দ্বারপ্রান্ত পার করতে পারেনি। শ্রীলঙ্কার লেগ স্পিনার জেফ্রি বন্দরসে দুর্দান্ত বোলিং করেছেন। ১০ ওভারের স্পেলে ৩৩ রানে ছয় উইকেট নেন তিনি। এদিনের হারের পর রোহিতের হতা🎀শা প্রকাশ পেয়েছে। ভারতীয় ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শও দিয়েছেন রোহিত শর্মা।
দ্বিতীয় ওডিআইয়ের পরে রোহিত শর্মা বলেছিলেন, ‘যখন আপনি একটি ম্যাচ হেরে যান, তখন সবকিছুই আপনাকে আঘাত করে। এটা শুধু ১০ ওভারের কথা নয়। ম্যাচ জিততে হলে ধারাবাহিক হতে হবে। আমরা আজ সেটা করতে ব্যর্থ হয়েছি। কিছুটা হতাশা রয়েছে তবু এটা ঘটেছে। আপনার সামনে যা আছে তা পরিবর্তন করতে হবে। আমরা অনুভব করেছি যে বাম- এবং ডান-হাতি ব্যাটসম্যান থাকলে স্ট্রাইক রোটেট করা সহজ হবে। কৃতিত্ব যায় জেফ্রি বন্দরসেকে, যিনি ছয় উইকেট নিয়েছেন।’ নিজের ব্যাটিং নিয়েও কথা বলেছেন রোহিত শর্মা। তিনওি বলেছেন, ঝুঁকি না নিলে ৬৪ রান হত না।
ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘আমি যেভাবে ব্যাটিং করেছি, আমি ৬৪ রান যোগ করতে পেরেছি। আমি যখন এভাবে ব্যাট করি, তখন আমাকে অনেক ঝুঁকি নিতে হয়। আপনি যদি লাইনটি অতিক্রম না করেন তবে সর্বদা হতাশ হন। আমি উদ্দেশ🌃্যের সঙ্গে আপস করতে চাই না। আমরা এই পিচের প্রকৃতি বুঝতে পেরেছিলাম। মাঝের ওভারে এটা কঠিন হয়ে যায়। পাওয়ারপ্লেতে যতটা সম্ভব রান করার চেষ্টা করতে হবে। কীভাবে খেলতে হবে আমরা সে দিকে খুব বেশি মনোযোগ দিতে চাই না। তবে মধ্য ওভারে আমাদের ব্যাটিং নিয়ে আলোচনা করতে হবে।’
লক্ষ্যণীয় রান তাড়া করতে গিয়ে রোহিত প্রথম উ🔥ইকেটে শুভমন গিল (৩৩) এর সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন। বিরাট কোহলি (১৪) এবং শ্রেয়স আইয়ার (৭) সেভাবে ব্যাট করতে পারেননি। শিবম দুবে এবং কেএল রাহুলও তাদের খাতাও খুলতে পারেননি। মাত্র ৫০ রান যোগ করতেই ছয় উইকেট হারায় ভারত। সপ্তম উইকেটে ওয়াশিংটন সুন্দরের (১৫) সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন অক্ষর প্যাটেল (৪৪)। অক্ষর ৩৪ তম ওভারে প্যাভিলিয়নে ফিরে যান, তারপরে কেউ শক্ত হয়ে দাঁড়াতে পারেনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে বুধবার (৭ অগস্ট)।