Punjab vs Bengal: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজির গড়লেন বাংলার শাহবাজ আহমেদ। এদিন ছয় নম্বরে নেমে সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন তিনি। এমন ঘটনা এর আগে কখনও সৈয়দ মুস্তাক আলির ইতিহাসে ঘটেনি। আসলে ছয় নম্বর বা তার নীচে ব্য়াট করতে নেমে কোনও ক্রিকেটারই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোনও দিনও শতরান 🐼করেননি। শাহবাজ আহমেদের এই শতরানের দৌলতে পঞ্জাবের বিরুদ্ধে ম্য়🍎াচে ছয় বল বাকি থাকতেই চার উইকেটে জয় পায় বাংলা।
সকলের নজর ছিল মহম্মদ শামির দিকে-
সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে শনিবার বাংলা খেলতে নেমেছিল পঞ্জাবের বিরুদ্ধে। ম্য়াচটি অনুষ্ঠিত হচ্ছিল সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। এই সময়ে সকলের নজর ছিল বাংলার বোলার মহম্মদ শামির দিকে। আসলে রঞ্জিতে নিজেকে প্রমাণ করেছিলেন মহম্মদ শামি, এবার সকলে দেখতে চাইছিলেন সꦆাদা বলে কেমন পারফর্ম করে✱ন।
কেমন খেলল পঞ্জাব-
তবে শামির মঞ্চে দুরন্ত পারফর্ম করলেন শাহবাজ আহমেদ। এদিন প্রথমে বল করতে নেমে ১৯.৪ ওভারেই পঞ্জাবকে গুটিয়ে দেয় বাংলা। তবে ততক্ষণে পঞ্জাব স্কোর বোর্ডে ১৭৯ রান তুলেছিল। করণ🉐 লাল তিনটি ও ঋত্বিক চট্টোপাধ্যায় দুটি উইকেট শিকার করেন। শামি, কণিষ্ক,শাহবাজ ও প্রদীপ্ত একটি করে উইকেট শিকার করেন। এই ম্যাচে পঞ্জাবের হয়ে অভিষেক শর্মা ৮ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান। প্রভসিমর♊ন সিং ১৯ বলে ৩৫ রান ও অনমোলপ্রীত সিং ২১ বলে ৩৯ রান করেন। নেহাল ওয়াধেরা ২৬ বলে ২৮ রান করেন।
আরও পড়ুন… BGT 2024-25: ১৯🍸৮৬-র পর আবার একবার✃ এমনটা ঘটল! একাধিক নজির গড়ল রাহুল-যশস্বীর ওপেনিং জুটি
চাপে পড়ে গিয়েছিল বাংলা
রান করতে নেমে একটা সময়ে খুব চাপে পড়ে যায় বাংলা। মাত্র ১০ রানের মধ্যেই চার উইকেট হারায় বাংলা। অভিষেক পোড়েল শূন্য করণ লাল ২ রান সুদীপ চট্টোপাধ্যায় চার রান ও ঋত্বিক রায় চৌধুরী শূন্য রান করে সাজঘরে ফিরে যান। এই সময়ে বল হাতে অভিষেক শর্মা বাংলার চারটি উইকেট শিকার করেন। এরপরে ঘুর♍ে দাঁড়ায় বাংলা। এরপরে সুদীপ ঘরামি ও শাহবাজ আহমেদ ব্যাট হাতে লড়াই চালান। ১১০ রানের জুটি গড়েন তারা। এরপরে সুদীপ ৪৩ রানে আউট হয়ে যাওয়ার পরে ঋত্বিককে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান শাহবাজ আহমেদ। ঋত্বিক চট্টোপাধ্যায় ১৩ বলে ১৮ রান করে আর্শদীপ সিংয়ের শিকার হন। এরপরে প্রদীপ প্রামানিককে নিয়ে বাংলার জয় নিশ্চিত করেন শাহবাজ আহমেদ।
আরও পড়ুন… IND vs AUS: নজির গড়লেন যশস্বী! ফের অর্ধশতরান, জো রুটের রেকর্ড ভেঙে দিলেন🉐 ভারতীয় ব্যাটার
শামির মঞ্চে নায়ক শাহবাজ
এদিনের ইনিংসে♐র ফলে আসন্ন আইপিএল ২০২৫ মেগা নিলামে নিজের দর বাড়িয়ে নিতে পারবেন বাংলার শাহবাজ আহমেদ। সকলে শামির দিকে তাকিয়ে ছিল তবে এই মঞ্চে সকলকে অবাক করে হারানো ম্যꦕাচ জিতিয়ে দিলেন শাহবাজ আহমেদ।