বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের শেষ চারের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে দঃ আফ্রিকা। বরাবরই নকআউটে এসে চোক করার রেকর্ড রয়েছে প্রোটিয়াদের। কেপলার ওয়েসেলসের আমল থেকে টেম্বা বাভুমা, কখনই বিশ্বকাপের সেমির গণ্ডি টপকাতে পারেনি দঃ আফ্রিকা। হাইপ্রোফাইল টিম নিয়ে সেমির আগে পর্যন্ত অববদ্য পারফরমেন্স দেওয়া দঃ আফ্রিকা, বরাবরই শেষ চারে এসে খেই হারিয়ে ফেলেছে♋। এবারে অবশ্য তাঁদের ফাইনালে যাওয়ার পথ থেকে অস্ট্রেলিয়া কাঁটা সরিয়ে দিয়েছে ভারত। ক্রিকেটের কৌলিন্য অস্ট্রেলিয়ানদের তুলনায় অনেক পিছিয়ে থাকা আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে দঃ আফ্রিকা, ফলে এবারে তাঁদের সমর্থকরা আরও একবার স্বপ্ন দেখা শুরু করেছে প্রথমবার আইসিসি বিশ্বকাপের ফাইনালে ওঠার। কারণ টি২০ বা ওডিআইয়ের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আজ পর্যন্ত ফাইনাল খেলতে পারেনি তাঁরা।
দঃ আফ্রিকা দল অবশ্য এবার উলটপুরান ঘটাতেই পারে। কারণ প্রতিযোগিতার শুরু থেকেই ভাগ্য তাঁদের সহায় থেকেছে। বাংলাদেশের বিপক্ষে চার রানে জেতার পর নেপালের বিরুদ্ধেও এক রানে জিতেছে তাঁরা। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে গেলে যে চ্যাম্পিয়ন্স লাকে প্রয়োজন সেটা তাঁরা এবারে পেয়েছেন ক্রিকেট দেবতার তরফ থেকে। 𒅌আপাতত তাঁদের টার্গেট এখন আফগানিস্তান হার্ডল টপকে প্রথমবার আইসিসি বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতে পাওয়া। তাঁর আগে একঝলকে বিশ্বকাপের সেমিতে প্রোটিয়াদের পরিসংখ্যান।
আরও পড়ুন-পোল্যান্ডের বিরুদ্ধে এমবাপের গোলে ১-১ ড্র ফ্রান্সের, গ্রুপের সেকন্ড বয় কন্তꦐেরা
আইসিসি ওডিআই বিশ্বকাপের সেমিতে কেমন পারফরমেন্স দঃ আফ্রিকার?
১৯৯২ সালে কেপলার ওয়েসেলসের দঃ আফ্রিকা সেমিফাইনꦛালে হারে ইংল্যান্ডের কাছে
১৯৯৯ সালে হ্যান্সি ক🌼্রোনিয়ের দ✤ল সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে
২০০৭ সালে গ্রেইম স্মিথের দঃ আফ্রিক🌺া হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্𝔍ধে
২০১৫ সালে ওডিআই বিশ্বকাপের সেমিতে নিউজিল্যওান্ডের কাছে হাওর
২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে প্রোটিয়ারা&nbs꧅p;
আরও পড়ুন-নেদারল্যান্ডসꩲকে হারিয়ে চমক অস্ট্র๊িয়ার, গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় সাবিতজাররা
আইসিসি টি২০ বিশ্বকাপে কেমন পারফরমেন্স দঃ আফ্রিকার?
��২০০৯ সালে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে যায় গ্রেম স্মিথের দঃ আ𒉰ফ্রিকা
২০১꧃৪ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারে ফ্যাফ ডু প্লেসি🉐র দঃ আফ্রিকা
আরও পড়ুন-বাম্বাই সে আয়া মেরা দোস্ত! সেমꦜিতে উঠে বাপ্পি ল💖াহিড়ির গানে রোহিতকে কৃতজ্ঞতা রশিদের
এই পরিসংখ্যানই যথেষ্ট প্রোটিয়াদের মাথা ব্যাথা বাড়ানোর জন্য। ১৯৯৯ বিশ্বকাপে তো প্রায় অস্ট্রেলিয়াকে হারিয়🉐েই দিয়েছিল দঃ আফ্রিকা, কিন্তু ল্যান্স ক্লুজনার সেই ম্যাচে দলকে জেতাতে পারেননি। রান এক থাকা সত্ত্বেও ফাইনালে চলে যায় অস্ট্রেলিয়া। টানা সাতবার শেষ চারে ব্যর্থ হওয়ার পর এবার প্রোটিয়াদের সামনে সুযোগ ইতিহাস বদলানোর। মিথ বদলে অষ্টমবারে কি সফল হতে পারবেন ডিকক, রাবাদারা, উত্তর দেবে বৃহস্পতিবারের সকাল।