স্পিরিট অফ ক্রিকেটের চূড়ান্ত উপস্থাপন বলা যা🌜য়। ভাইটালিটি ব্লাস্টে হ্যাম্পশায়ারের বাঁ-হাতি পেসার ক্রিস উড রবিবার স্পোর্টসম্যানশিপের দুরন্ত উদাহরণ পেশ করেন। হ্যাম্পশায়ার ম্যাচ জিতলেও আলাদা করে প্রশংসা কুড়িয়ে নেন উড।
রবিবার সাউদাম্পটনে ভাইটালিটি ব্লাস্টের সাউথ গ্রুপের ম্যাচে সম্মুখ🍸সমরে নামে কেন্ট ও হ্যাম্পশায়ার। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে কেন্ট। প্রথম ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন ক্রিস উড। তিনি ওভারের দ্বিতীয় বলে জেভিয়ার বার্টলেটকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান। জেভিয়ার আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন ম🉐্যাট পারকিনসন।
ম্যা✱ট মাঠে নেমেই এক রান নিয়ে প্রান্তবদল করেন। স্ট্রাইকে আসেন জো এভিনসন। তিনি ওভারের চতুর্থে বলে ২ রান নেন। উডের ওভারের পঞ্চম বলে সজোরে শট নেন এভিনসন। তবে বল সরাসরি গিয়ে লাগে নন-স্ট্রাইকার ব্যাটার পারকিনসনকে। পার🍸কিনসন রান নেওয়ার জন্য ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সজোরে বল লাগার পরে তিনি মাঠে পড়ে যান। হাত থেকে ছিটকে যায় ব্যাট।
পারকিনসনের গায়ে লেগে বল পিচের মাঝে বোলার উডের হাতে চলে আসে। ব্যাটার মাঠে প♔ড়ে রয়েছেন। সুতরাং, বোলার উড ধীরে সুস্থে এসে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প থেকে বেল ফেলে দিলেই আউট হতেন পারকিনসন। তবে বোলার উড স্টাম্পে বল লাগাননি। তিনি হেঁটে হেঁটে বোলিং রান-আপের দিকে ൲এগিয়ে যান। পারকিনসন উঠে দাঁড়িয়ে পুনরায় নন-স্টাইকার প্রান্তের ক্রিজে ফিরে আসেন।
ম্যাচে হ্যাম্পশায়ার ৩ উইকেটে হারিয়ে দেয় কেন্টকে। প্রথমে ব্যাট করে কেন্ট নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে। জ্যাক ক্রলি ২০, ড্যানিয়েল বেল ৪২, জো ডেনলি ꦓ১৮ ও ক্যাপ্টেন স্𒅌যাম বিলিংস ৪৩ রান করেন। ২টি করে উইকেট নেন হ্যাম্পশায়ারের ক্রিস উড, জেমস ফুলার, বেনি হাওয়েল ও লিয়াম ডসন। ১টি উইকেট নেন জন টার্নার।
জবাবে ব্যাট করতে নেমে হ্যাম্পশায়ার ১৯ꦚ.৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। জো ওয়েদারলি নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি ব্যক্তিগত ৪৯ রানে আউট হন। এছাড়া বেন ম্যাকডারমট ২৫, জেমস ভিনস ৩🦂৫ ও জেমস ফুলার ৩০ রান করেন। কেন্টের হয়ে জো এভিনসন একাই ৩টি উইকেট দখল করেন। ম্যাট পারকিনসন ও জেভিয়ার বার্টলেট ১টি করে উইকেট সংগ্রহ করেন।