‘ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং’- আইপিএল জয়ের পরই ভাইর🉐াল ট্রেন্ডে গা ভাসাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর তাতে হেসে গড়িয়ে গেলেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ডরা। একেবারে সিরিয়াস প্রশ্নের মধ্যে সেই বিখ্যাত ‘ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং’ লাইনটা বলে ওয়েস্ট ইন্ডিজ তারকাদের একদম চমকে দেন কেকেআরের অ্যাঙ্কর। আর তাতেই হাসিতে ফেটে পড়েন তাঁরা। আর সেই প্রতিক্রিয়া দেখে হাসিত🐓ে ফেটে পড়েছেন নেটিজেনরাও। এক নেটিজেন বলেন, ‘জোকটা এতটাই ভালো যে সুনীল নারিন পর্যন্ত হেসে ফেলেছেন।’
‘ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং’-র রহস্যটা কী?
সেই ভাইরাল লাইনের সূত্রপাত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়র লিগের (বিপিএল) ফাইনালে। রাসেলদের দল বিপিএল জয়ের পরে ক্যারিবিয়ান তারকার প্রতিক্রিয়া নিতে꧑ চান বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি। তিনি প্রশ্ন করেন, ‘ফাইনাল ম্যাচ, 🐓ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং।’ প্রথমে রাসেল সেই প্রশ্নটা বুঝতে পারেননি। তিনি ফের জানতে চান।
ততক্ষণে ওই সাংবাদিকের প্রশ্নের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়🐓 ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সেই ভিডিয়ো ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে ফুটবলেও সেই ভি🧸ডিয়ো ছড়িয়ে পড়েছে। এবার যেমন আইএসএল শিল্ড জয়ের পরে মোহনবাগান সুপার জায়ান্টের এক খেলোয়াড়কেও প্রশ্ন করা হয়েছিল যে ‘ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং?’
রাসেল ও নারিনদের ‘ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং’ প্রশ্ন
আর এবার কেকেআরের অ্যাঙ্করও সেই ভাইরাল ট্রেন্ডে গা ভাসাতে ছাড়লেন না। আইপিএল জয়ের পরে নারিনের সাক্ষাৎকার নেওয়ার সময় একেবারে গুরু🐻গম্ভীর প্রশ্নের মধ্যেই তিনি বলে ওঠেন, ‘এবার শেষ প্রশ্ন। ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং।’ তাতে হো-হো করে হেসে ফেলেন নারিন। হাসতে-হাসতে উঠে যান তিনি।
আর তারপর রাসেলকে ধরেন কেকেআরের অ্যাঙ্কর। তিনি বলেন, ‘শেষ প্রশ্ন করছি। এবার যেরকম মরশুম গিয়েছে, তাতে এই প্🍸রশ্নটা করতেই হয়। ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং।’ আর সেটা শুনেই রাসেলের পাশে থাকা রাদারফোর্ড অট্টহাসিতে ফেটে পড়েন। রাসেল পুরো হতবাক হয়ে যান। তিনি একদম সিরিয়াস কোনও প🎉্রশ্ন আসবে বলে ভেবেছিলেন। কিন্তু সেই প্রশ্ন শুনে পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যান। তারপর হাসিতে ফেটে পড়েন।
হাসতে-হাসতে রাসেল বলতে🀅 থাকেন, ‘হোয়াই ডু ইউ মিন? (যে প্রশ্নটা ওই বাংলাদেশের সাংবাদিককেও করেছিলেন রাসেল)। ফাইনাল ম💖্যাচ। ইউ পারফর্ম আমি এই প্রশ্নটা ভাবতেও পারিনি। আমি একদম সিরিয়াস হয়ে শুনছিলাম। এটা খুব ভালো ছিল।’