রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে নামার আগে ফিল গুড মেজাজে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলকে। টি২০ বিশ্বক🦄াপের পর থেকে এই ফরম্যাটে এখনও সিরিজ হারেনি ভারতীয় দল। শ্রীলঙ্কার অপ্রত্যাশিতভাবে ওডিআই সিরিজ হারলেও টি২০তে সূর্যকুমার যাদবের দল পাস করেছিল লেটার মার্কস পেয়েই।
রবিবার সিরিজ শুরু গোয়ালিয়রে। টেস্ট সিরিজ ২-০ ফলে টিম ইন্ডিয়া জ🍸িতেছে। খাতায় কলমে বাংলাদেশের তুলনায় ভারতীয় দল তরুণ অনভিজ্ঞ হলেও ট্যালেন্টে ভরপুর। কোথাও যাতে খেলোয়াড়রা চাপে না পড়েন, তাই ম্যাচের আগে ড্রেসিং রুমে হাল্কা পর🐬িবেশ বজায় রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
বেশ কয়েকটা ম্যাচে বড় রান না করল💜েও পারলেও নিজের দুর্দান্ত ক্যাপ্টেনসি দিয়🦄েই ম্যাচ বের করে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। স্লগ ওভারে কখনও রিঙ্কু সিং, কখনও রিয়ান পরাগ। অথবা নিজে এসে বোলিং করে দলকে জিতিয়েছিলেন সূর্য। সাম্প্রতিককালে যা কখনও দেখা যায়নি। সাহসি অধিনায়কত্বের সুবাদে লঙ্কা বধের পর সূর্যর স্কিল নিয়েও আর প্রশ্ন ওঠার জায়গা নেই।
আরও পড়ুন-ধোনির জন্য পুরনো নিয়ম ফিরিয়েছে বোর্ড! IPL-এ আদৌ খেলবেন তো 🃏মাহি? জানা যাবে চলতি মাসেই…
এরই মধ্যে বাংলাদেশ সিরিজের আগেও নিজের মতো করে দলের ক্রিকেটারদের সঙ্গে সংযোগ 🔥বার্তা জারি রাখলেন সূর্যকুমার যাদব। অধিনায়ক হতে গেলে স্রেফ বুদ্ধিমত্তা থাকলেই হয় না। দলের প্রত্যেক ক্রিকেটারের ভরসার পাত্র হয়ে উঠতে ♍হয়। মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক যে কাজটা করে উঠতে পারেননি, ভারতীয় দলে সেই কাজটাই জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে করলেন মিস্টার ৩৬০ ডিগ্রি। নেট সেশনে প্রত্যেক ক্রিকেটারের শটকে মজা করে ব্যাখ্যা করলেন তিনি। দলকে দেখা গেল একেবারে ফিলগুড মেজাজে।
আরও পড়ুন-শাংহাই মাস্টার্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দেখালেꦰন জোকারও…
বিসিসিআইয়ের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে বাংলাদেশ সিরিজ শুরুর আগে। সেখানেই দেখা যাচ্ছে নেটে অনুশীলন করছেন ওয়াসিংটন সুন্দর। ভালো শট খেললেই তাঁদের উদ্বুদ্ধ করলেন সূর্য, কখনও বললেন গুড শট। আবার কখনও মজা করে বললেন হ্যাপি বার্থ ডে। মজা ক💯রে বিভিন্ন নামেও ডাকলেন।
উইকেটরক্ষক ব্♔যাটার জিতেশ শর্মার শট দেখেও মজা করে সূর্যকুমার যাদব বললেন, ‘নাজাখাত সে’(অর্থাৎ সুন্দরভাবে)। রিঙ্কু সিং যখন ব্যাটিং করতে এলেন নেটে, তখন তাঁর ছয়-চার মারার প্রবণচা দেখে সূর্যকুমার যাদব বললেন, ‘ব্রুটাল পাওয়ার, অর্থাৎ অসম্ভব শক্তি ’। শুরুতে এমন ইংরেজি বুঝতে একটু অসুবিধাই হল রিঙ্কুর। এভাবেই ক্রিকেটারদের পাশে থেকে দল🌌ের মধ্যে একটা হাল্কা খোলামেলা পরিবেশই জারি রাখার চেষ্টা করে গেলেন নয়া টি২০ অধিনায়ক।