ভারতীয় ক্রিকেট দলের টি২০ ফরম্যাটে অধিনায়ক পদে নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। টি২০ বিশ্বকাপ জয়ের পরই এই ফরম্যাট থেকে বিদায় ঘোষণা করেছিলেন দেশকে ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মা। এরপর থেকেই চর্চা চলছিল, তাহলে ভারতীয় দলের টি২০ ফর্ম্যাটে আগামী অধিনায়ক কে? অবশেষে সেই উত্তর মিলেছে। শ্রীলঙ্কার সিরিজের জন্য বিশ ওভারের ক্রিকেটে সূর্কুমার যাদবের ওপর ভরসা রেখেছে বিসিসিআই। অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে তাঁকে বেছে নেওয়া হয়ে♒ছে। অনেক♚ের মতে এর বেশ কয়েকটি কারণ রয়েছে।
প্রথমে ধরেই নেওয়া হয়েছিল হার্দিক পাণ্ডিয়া রোহিত পরবর্তী অধিনায়ক হবেন। কিন্তু বেশ কয়েকটি কারণেই তাঁকে টি২০ ফরম্যাটে অধিনায়ক করা হল না। প্রথমত ওডিআই ফরম্যাটে রোহিত শর্মা আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির পর আদৌ খেলবেন🌠 কিনা তা ঠিক নয়। সেক্ষেত্রে ওডিআই ফর্ম্যাটে আগামী বছরই অধিনায়কত্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া। এছাড়া গৌতম গম্ভীর যুগে তিন ফরম্যাটে একজন ক্যাপ্টেনকে নাও রাখা হতে পারে। সেক্ষেত্রে ওয়ার্ক লোড কমানোর জন্য হার্দিককে ওডিআই অধিনায়ক করা হতে পারে। তাই সূর্যকুমার যাদবকে টি২০ ফরম্যাটে অধিন꧙ায়কত্ব দেওয়া হল।
২০২৬ সালে ফের টি২০ বিশ্বকাপ রয়েছে। নতুন অধিনায়কের পক্ষে দুবছর সময় লাগবে দলকে গুছিয়ে নিতে এবং কম্বিনেশন বুঝতে, আর সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে পরিক্ষিত হওয়াতেই তিনি অ্যাডভান্টেজ পেয়েছেন। এছাড়াও হার্দিকের সঙ্গে দলের অন্দরে কয়েকজনের শীতল সম্পর্ক থাকায় তাঁকে অধিনায়ক করার বিষয় একটু ভেবে চিন্তে পা ফেলতে চেয়েছে নির্বাচকরা। এরই মধ্যে শ্রীলঙ্কা সিরিজের অধিনায়কত্ব পাওয়ার পর ইশ্বরকে ধন্যবাদ দিয়েছেন সূর্যকুমার যাদব।
নিজের ইনস্টাগ্রামে সূর্যকুমার যাদব লিখেছেন, ‘ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমায় শুভেচ্ছা জানানোর জন্য। শেষ কয়েকটা সপ্তাহ আমার কাছে স্বপ্নের থেকে কম কিছু ছিল না, আর আমি সেটার জন্য সকলের কাছেই কৃতজ্ঞ। দেশের হয়ে খেলার যে অনুভূতি সেটা আমি কোনও শব্দ ব্যবহার করে বোঝাতে পারব না। নতুন যে পদ আমি পেয়েছি, তার একটা আলাদা উৎসাহ যেমন আছে, তেমন বাড়তি দায়িত্বও রয়েছে।আমি আশা করব প্রত্যেকের থেকেই এরকম সাহায্য এবং সমর্থন পাব আগামী দিনেও। ভগবানের জন্য আজ সব কিছু, ভগবান মহান ’। চলতি মাসের ২৭ জুলাই থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ।