দীর্ঘ ৬ বছর স্থগিত থাকার পরে অবশেষে পুনরায় শুরু হচ্ছে মুম্বই টি-২০ লিগ। ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের দ্বিতীয় মরশুম। তার পরে করোনার জন্য বন্ধ থাকে টুর্নামেন্ট। এবছর ২৬ মে শুরু হবে মুম্বই টি-২০ লিগ। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ৮ জুন। টি-২০ মুম্বই লিগের 🔯ম্যাচগুলি খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
মোট আটটি দল এবার অংশ নেবে মুম্বই টি-২০ লিগে। আটটি দলের আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামবেন ভারতের হয়ে খেলা ৮ জন ক্রিকেটার। প্রতিটি দল😼কে অন্তত ১৮ জনের স্কোয়াড গড়ার অনুমতি দেওয়া হয়। বুধবারের নিলাম থেকে দলগুলি নিজেদের পছন্দ মতো ক্রিকেটার কিনে স্কোয়াড গড়ে নেয়।
উল্লেখ্য, দল গড়ার জন্য প্রতিটি দলের হাতে ছিল ১ কোটি টাকা করে। তারা ২০ লক্ষ টাকা করে খরচ করে আইকন প্লেয়ার নিতে। নিলামের♔ জন্য হাতে ছিল বাকি ৮০ লক্ষ টাকা। তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় নিলাম।
সিনিয়র প্লেয়ারদের জন্য ৫ লক্ষ টাকা বেস প্রাইস রাখা হয়।♍ নিলামে এক একটি ডাকে তাদের দাম বাড়ে ২৫ হাজার টাকা করে। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের জন্য বেস প্রাইস রাখা হয় ৩ লক্ষ টাকা। প্রতি হাঁকে তাদের দাম বাড়ে ২০ হাজার টাকা করে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বেস প্রাইস রাখা হয় ২ লক্💎ষ টাকা। প্রতি হাঁকে তাদের দাম বাড়ে ১০ হাজার টাকা করে।
আরও পড়ুন:- IPL নিলামে অবিক্রিত তারকা আয়🧸ুষদের টপকে সর্বোচ্চ দাম পেলেন মুম্বই T20 লিগ🐼ে
নিলামে কোন দল কাদের কিনল
১. নর্থ মুম্বই প্যান্থার্স- পৃথ্বী শ (আইকন, ২০ লক্ষ টাকা), তনুষ কোটিয়ান (১০ লক্ষ টাকা), মোহিত আবস্তি (১০ লক্ষ ৫০ হাজার টাকা), খিজার দাফেদার (৫ লক্ষ ৫০ হাজার টাকা), দিব্যাংশ সাক্সেনা (৫ লক্ষ ২৫ হাজার টাকা), অভিজ্ঞান কুণ্ডু (৫ লক্ষ টাকা), আয়ুষ বর্তক (৬ লক্ষ ২৫ হাজার টাকা), সৌরভ সিং (৩ লক্ষ ৮০ হাজার টাকা), হার্ষাল যাদব (৫ লক্ষ টাকা), প্রিন্স বাদিয়ানি (৪ লক্ষ টাকা), আলিম শেখ (২ লক্ষ টাক𝔍া), গৌরব জাথার (৩ লক্ষ ৪০ হাজার টাকা), মুজামিল কাদরি (২ লক্ষ টাকা)।
২. আর্কস আন্ধেরি- শিবম দুবে (আইকন, ২০ লক্ষ টাকা), প্রসাদ পাওয়ার (১৩ লক্ষ টাকা), মুশির খান (১৫ লক্ষ টাকা), হিমাংশু সিং (৫ লক্ষ ৫০ হাজার টাকা), অখিল হারওয়াদকর (৬ লক্ষ (৬ লক্ষ ৫০ হাজার টাকা), স🦄িদ্দিদ তিওয়ারি (৩ লক্ষ টাকা), রাজা মিরজা (৩ লক্ষ টাকা), প্রজ্ঞেশ কানপিলেবর (৪ লক্ষ ৬০ হাজার টাকা), সক্ষম ঝা (৩ লক্ষ ৬০ হাজার টাকা), প্রসূন সিং (৩ লক্ষ টাকা), ঐশ্বরী সূরবে (২ লক্ষ টাকা), অজয় মিশ্র (২ লক্ষ টাকা), বদরে আলম (২ লক্ষ ৫০ হাজার টাকা), মইন খান (২ লক্ষ টাকা), মনিল সোনি (২ লক্ষ ২০ হা🐠জার টাকা)।
আরও পড়ুনꩵ:- IPL 2025-এর মাঝেই শ্রেয়স আইয়ারের দলে যোগ দিলেন KKR তারকা অংকৃষ রঘুবংশী🅰, কত টাকায়?
৩. ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থ-ইস্ট- সূর্যকুমার যাদব (আইকন, ২০ লক্ষ টাকা), সিদ্ধান্ত আধাতরাও (৭ লক্ষ ৭৫ হাজার টাকা), আয়ুষ মা𝐆ত্রে (১৪ লক্ষ ৭৫ হাজার টাকা), সূর্যাংশ শেডগে (১৩ লক্ষ ৭৫ হাজার টাকা), পরীক্ষিত ভালসাঙ্গকর (৭ লক্ষ ২৫ হাজার টাকা), জয় জৈন (৪ লক্ষ টাকা), হৃষিকেশ গোরে (৩ লক্ষ ৪০ হাজার টাকা), আকাশ পাওয়ার (৩ লক্ষ টাকা), শ্রেয়স গুরব (৩ লক্ষ টাকা), ভরত পাটিল (২ লক্ষ টাকা), জিগর রানা (২ লক্ষ টাকা), মকরন্দ পাটিল (২ লক্ষ টাকা)।
৪. বান্দ্রা ব্লাস্টার্স- অজিঙ্কা রাহানে (আইকন, ২০ লক্ষ টাকা), সুবেদ পারকর (৮ লক্ষ ৫০ হাজার টাকা), আকাশ আনন্দ (৮ লক্ষ ২৫ হাজার টাকা), রয়স্টোন ডায়াস (৭ লক্ষ টাকা), কর্ষ কোঠারি (৫ লক্ষ টাকা), তুষার সিং (৩ লক্ষ টাকা), অথর্ব পূজারী (৩ লক্ষ টাকা), শ্যামসুন্দর কেশকামাত (৩ লক্ষ ২০ হাজার টাকা), ধানিত রউত (৪ লক্ষ ৬০ হাজার টাকা), নমন পুষ্পক (৩ লক্ষ টাকা), পার্থ আঙ্কোলেকর (৩ লক্ষ টাকা), আতিফ আটারওয়ালা (৬ লক্ষ ২৫ হাজার টাকা), ধ্রুমিল মাটকর (৭ লক্ষ ২৫ হাজার টাকা), মহম্মদ আদিব উসমানি (২ লক্ষ ৭০ হাজার টাকা)💙।
৫. ঈগল থানে স্ট্রাইকার্স- শার্দুল ঠাকুর (আইকন, ২০ লক্ষ টাকা), শশাঙ্ক আটারদে (৬ লক্ষ ৫০ হাজার টাকা), সাইরাজ পাটিল (১৫ লক্ষ টাকা), অথর্ব আঙ্কোলেকর (১৬ লক্ষ ২৫ লক্ষ টাকা), হর্ষ তান্না (৭ লক্ষ টাকা ৭৫ হাজার টাকা), বরুণ লাভান্দে (৫ লক্ষ টাকা), অজিত যাদব (৩ লক্ষ ৮০ হাজার টাকা), আরিয়ান চৌহান (৩ লক্ষ টাকা),হর্ষ সালুংখে (৩ লক্ষ টাকা), নূতন গোয়েল (৩ লক্ষ টাকা), আর্যরাজ নিকম (২ লক্ষ ১০ হাজার টাকা), অমর্ত্য রাজে (☂২ লক্ষ টাকা), কৌশিক চিকালিকর (২ লক্ষ টাকা)।
৬. আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্ট๊ার্ন সাবার্বস- সরফরাজ খান (আইকন, ২০ লক্ষ টাকা), হার্দিক তামোরে (৮ লক্ষ ৫০ হাজার টাকা), জয় বিস্তা (১২ লক্ষ টাকা), শামস মুলানি (ℱ১৪ লক্ষ টাকা), সিলভেস্টার ডি'সুজা (৫ লক্ষ টাকা), আয়াজ আহমেদ (৫ লক্ষ ২৫ হাজার টাকা), সিদ্ধার্থ আকরে (৪ লক্ষ ৬০ হাজার টাকা), অর্জুন দানি (৪ লক্ষ ২০ হাজার টাকা),মহম্মদ ইয়াসেন সদাগর (৩ লক্ষ টাকা), জাইদ পাটাঙ্কর (৩ লক্ষ ৬০ হাজার টাকা), করণ শাহ (২ লক্ষ টাকা), ক্রুতিক হানাগাবাডি (২ লক্ষ টাকা)।
আরও পড়ুন:- আয়ুষ-রঘু☂বংশীকে টপকে নিলামে মহার্ঘ্য মুশির খান? মোটা টাকায় যোগ শিবম দুবের দলে
৭. সোবো মুম্বই ফ্যালকনস- শ্রেয়স আইয়ার (আইকন, ২০ লক্ষ টাকা), অংকৃষ রঘুবংশী (১৪ লক্ষ টাকা), বিনায়ক ভোইর (৫ লক্ষ ৭৫ হাজার টাকা), সিদ্ধার্থ রউত (৭ লক্ষ টাকা), হর্ষ আঘব (৫ লক্ষ ২৫ হাজার টাকা), কুশ কারিয়া (৩ লক্ষ টাকা), নিখিল গিরি (৩ লক্ষ টাকা), প𒆙্রেম দেবকর (৩ লক্ষ টাকা), আকাশ পারকর (১১ লক্ষ ২৫ হাজার টাকা), অমল তানপুরে (২ লক্ষ টাকা), ইশান মুলচন্দনি (৩ লক্ষ ৪০ হাজার টাকা), ময়ূরেশ তান্ডে (২ লক্ষ টাকা)।
৮. মুম্বই সাউথ সেন্ট্রাল ম🐷ারাঠা রয়্যালস- তুষার দেশপান্ডে (আইকন, ২০ লক্ষ টাকা), সিদ্ধেশ ল্যাড (১০ লক্ষ ২৫ হাজার টাকা), সচিন যাদব (৭ লক্ষ টাকা), আদিত্য ধুমল (৭ লক্ষ ৭৫ হাজার টাকা), আওয়াইস খান (৪ লক্ষ ২০ হাজার টাকা), সাহিল যাদব (৩ লক্ষ টাকা), নমন ঝাওয়ার (৩ লক্ষ টাকা), ম্যাক্সওয়েল স্বামীনাথন (৪ লক্ষ ৬০ হাজার টাকা), বরুণ রাও (৩ লক্ষ টাকা), রোহন ঘাগ (৩ লক্ষ টাকা) অজয় জানু (২ লক্ষ ২০ হাজার টাকা), চিন্ময় সুতার (৫ লক্ষ টাকা), ইরফান উমের (৯ লক্ষ ২৫ হাজার টাকা), পরাগ খানাপুরকর (৬ লক্ষ টাকা)।
নিলামে অবিক্রিত থাকলেন কারা
আরমান জাফর (বেস প্রাইস ৫ লক্ষ টাকা), অমোঘ ভাটকল (বেস প্রাইস ৫ লক্ষ টাকা), মহম্মদ জুনেদ খান (বেস প্রাইস ৫ লক্ষ টাকা), আদিত্য পাবালকর (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), আরুশ পাঠানকর (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), তানিশ মেহের (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), যশ গানিগা (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), জপজীত রনধাওয়া (বেন প্রাইস ৩ লক্ষ টাকা), অমিত জসওয়াল (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), বেদান্ত গাড়িয়া (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), আরিয়ান পতনি (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), প্রসাদ বড়কে (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), বৈভব কালামকর (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), বেদান্ত মুরকর (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), সাই চাবন (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), আরিয়ান সাকপাল (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), মহম্মদ উমর খান (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), দিব্যম শাহ (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), প্রতীককুমার যাদব (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), আয়ুষ জামারে (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), আদিত্য গিরি (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), ভার্গব পাটিল (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), আয়ুষ জাথওয়া (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অক্ষত জৈন (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), মীত জৈন (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), মহম্মদ উমর আয়ুব (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), মনন ভট (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), জয়েশ পোখারে (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অনুরাজ জিতেন্দ্র সিং (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), হর্ষ গায়কর (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অনুরাগ অমিত সিং (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), সত্যম চৌধরী (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), বরুণ জয়জুডে (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), পার্থ নায়েক (বেস প্রাইস ৩ লক্ষ টাকဣা), শাশ্বত জগতাপ (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), বংশ দেবেন্দ্র (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), নীশাথ বালা (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অথর্ব ভগত (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), মীত পাটিল (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), হর্ষ মোরে (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), সইফ খান (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), মুসাদ্দিক শেখ (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অনুরাগ মিশ্র (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), দর্শন মাঙ্গুকিয়া (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), শেখ ইয়াসেন কাদির (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), কার্তিকেয় শুক্লা (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অ্যাশলে প্যাট্রিক ডি'সুজা (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অথর্ব কারদিলে (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), ফরদিন শেখ (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অভয় প্যাটেল (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), রাজেশ সরদার (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), বেদান্ত গুরব (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), কাব্য গরি (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অথর্ব ভোসালে (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অগস্ত্য বাঙ্গেরা (বেস প্রাইস ৩ লক্ষ টাকা), অঙ্কিত চাবন (বেস প্রাইস ২ লক্ষ টাকা), অঙ্কুর সিং (বেস প্রাইসᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ২ লক্ষ টাকা), আশুতোষ ঘাগরে (বেস প্রাইস ২ লক্ষ টাকা), জিতেন্দ্র পালিওয়াল (বেস প্রাইস ২ লক্ষ টাকা), করণ মোরে (বেস প্রাইস ২ লক্ষ টাকা), মহম্মদ তাহা সমীর (বেস প্রাইস ২ লক্ষ টাকা), ওঙ্কার যাদব (বেস প্রাইস ২ লক্ষ টাকা)।