গুজরাট টাইটানসের ಞবিরুদ্ধে আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ হোম ম্যাচে পরাজিত হওয়ার ঠিক পরের দিনই সূর্যকুমার যাদব আইপিএল ২০২৫-এর আঙিনা থেকে সরাসরি ঢুকে পড়েন অন্য এক টি-২০ লিগের আঙিনায়। সূর্যকুমার যাদবকে দেখা যায় মুম্বইꦜ টি-২০ লিগের নিলামের টেবিলে।
বুধবার অনুষ্ঠিত হয় মুম্বই টি-২০ লিগের তৃতীয় মরশুমের প্লেয়ার অকশন। সূর্যকুমার যাদব এই টুর্নামেন্টে আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামবেন। তিনি ইতিমধ্যেই যোগꦡ দিয়েছেন ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থ-ইস্ট দলে। সূর্যকুমারই যে দলকে নেতৃত্ব দেবেন, সেটা অনুমান করার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না।
সরফরাজ খান ছাড়া টুর্নামেন্টের অন্যান্য দলের আইকন প্লেয়ারদের নিলামের আসরে দেখা যায়নি। তবে সূর্যকুমার সশরীরে হাজির থাকেন নিলামের টেবিলে। তিনি ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থ-ইস্টের হয়ে ক্রিকেটার ඣকেনায় প্রত্যক্ষ ভূমিকা নেন। নিলামের আগে সূর্যকুমারকে সংবর্ধনা দেয় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন:- IPL 2025-এর মাঝেই শ্রেয়স আইয়ারের দলে যোগ দিলে๊ন KKR তারকা অংকৃষ রঘুবংশী, কত টাকায়?
শুধু নিলামের টেবিলে উপস্থিত থাকই নয়, বরং পছন্দ মতো ক্রিকেটারকে দলে নিতে অত্যন্ত তৎপর দেখায় সূর্যকুমার যাদবকে। আয়ুষ মাত্রেকে দলে নেওয়ার জন্য মরিয়া দেখায় সূর্যকে। শেষমেশ ১৪ লকꦰ্ষ ৭৫ হাজার টাকায় আয়ুষকে জালে তোলেন সূর্যরা।
একই কথা প্রযোজ্য সূর্যাংশ শেডগের ক্ষেত্রেও। একসময় সূর্যা꧑ংশের জন্য কার্যত হাল ছেড়ে দিয়েছিল নাইটস। তবে সূর্যকুমারের জো☂রাজুরিতেই শেষমেশ শেডগেকে ১৩ লক্ষ ৭৫ হাজার টাকায় দলে নেয় নাইটস।
এছাড়া সিদ্ধান্ত আ𝓀ধাতরাওকে ৭ লক্ষ ৭৫ হাজার টাকায় জালে তোলেন সূর্যরা। পরীক্ষিত ভালসাঙ্গকরকে দলে নিতে নাইটস খরচ করে ৭ লক্ষ ২৫ হাজার টাকা। সিনিয়র ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে মুম্বই টি-২০ লিগের নিলামে পꦫ্রতিটি দল চারজন করে খেলোয়াড় নিতে পারবে। নাইটসের সেই কোটা পূর্ণ হয়ে যাওয়ার পরেও সূর্য আগ্রহ দেখান আরও দুই ক্রিকেটারকে নিয়ে। যদিও নিলামকারী এক্ষেত্রে তাঁকে মনে করিয়ে দেন যে, তাঁরা নির্ধারিত কোটা পূর্ণ করে ফেলেছেন।
আরও পড়ুন:- আয়ুষ-রঘুবংশীকেꦺ টপকে নিলামে মহার্ঘ্য মুশির খান? মোটা টাকায় যোগ শিবম দ༒ুবের দলে
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দুর𒁃্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। তিনি টুর্নামেন্টের ১২টি ইনিংসে ব্যাট করে ৬৩.৭৫ গড়ে সাকুল্যে ৫১০ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। চলতি আইপিএলে সূর্যকুমারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অ🌱পরাজিত ৬৮ রানের। সূর্য ১৭০.৫৬ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন। তিনি চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫১টি চার মেরেছেন এবং ছক্কা হাঁকিয়েছেন সাকুল্যে ২৬টি।