Updated: 16 May 2025, 08:18 PM IST
Sayani Rana
চলতি মাসের ৩০ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'যখের ধন' ফ্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'সোনার কেল্লায় যকের ধন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক ও গৌরব চক্রবর্তীকে। ছবির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন তাঁরা। সেখানেই কোয়েল জানান, ছেলে নাকি তাঁর সঙ্গে শ্যুটিংয়ে যাওয়ার বায়না জুড়ে ছিল আজ! বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।