Pat Cummins hat-trick: বাইশ গজে লজ্জার নজির গড়লেন বাংলাদেশের তারকা ম🌠াহমুদউল্লাহ। শুক্রবার টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এই ম্যাচে হ্যাটট্রিক নিয়েছিলেন অজি পেসার প্যাট কামিন্স, এই সময়েই লজ্জার সেই নজির গড়েন মাহমুদউল্লাহ। আসলে তিনি বিশ্ব ক্রিকেটে এমন এক ক্রিকেটার হয়েছেন যিনি হ্যাটট্রিকের সময়ে সবথেকে বেশিবার আউট হয়েছেন। অর্থাৎ যখন কোনও বোলার হ্যাটট্রিক নেন এবং সেই সময়ে ক্রিজে মাহমুদউল্লাহ থাকে তাহলে সেই বোলারের হ্যাটট্রিক নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আসলে এদিন ষষ্ঠ বার আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকের সময় আউট হলেন মাহমুদউল্লাহ। তবে বিশ্ব ক্রিকেটে কোন ব্যাটারের সঙ্গে ৩ বারের🐬 বেশি এমন ঘটনা ঘটেনি। সে কারণেই হ্যাটট্রিক নেওয়ার সময় বোলাররা মাহমুদউল্লাহকে তাদের বিরুদ্ধে চান।
আরও পড়ুন… Copa America 2024: মেসির জোড়া অ্যাসিস্ট, কানাডার বিরুদ্ধে ২-০ জিতে অভিযান শুরু করল আর্ꦅজ🎶েন্তিনা
টি-২০ বিশ্বকাপের সুপার এইটের খেলা শুরু হয়েগিয়েছে। টুর্নামেন্টের ২০তম দিনে এসে প্রথম হ্যাটট্রিকের দেখা পাওয়া গেল। অ্যান্টিগায় বাংলাদেশের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক পেলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। টি-২০ বিশ্বকাপের ইতিহাসের এটি ৭ম হ্যাটট্রিক। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ ও মাহেদিকে ফেরান কামিন্স। ২০তম ওভারের প্রথম বলে তৌহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কামিন্স। এবারের আসরে এটিই প্রথম হ্🍒যাটট্রিক।
আরও পড়ুন… EURO 2024: ইতালির আত্মঘাতীﷺ গোল, ১-০ জিতে শেষ ষোলোতে স্পেন, স্বস্তি পেল ক্রোয়েশিয়া
প্যাট কামিন্সের এই হ্যাটট্রিক টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ৭ম হ্যাটট্রিক। এর আগে এই ফর𒅌ম্যাটের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি, ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর ২০২১ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হ্যাটট্রিক পেয়েছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২০২১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ২০২২ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পান। ২০২২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্দে হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের জাশুয়া লিটল।
আরও পড়ুন… I🎀ND vs AFG: প্রত্যেকে নিজেদের কাজ করেছেন, তবে ওরা… এই তিন ক্রিকেটারের প্রশংসায় রোহিত শর্মা
টি-২০ ফরম্যাটে চতুর্থ অজি বোলার হিসেবে হ্𒆙যাটট্রিক পেলেন প্যাট কামিন্স। এর আগে ব্রেট লি, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস টি-২০ তে অজিদের হয়ে হ্যাটট্রিক নিয়েছিলেন। এদিনের ম্যাচের কথা বললে, ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লে'র প্রথম ৩ ওভারে উঠেছিল মাত্র ৮ রান। পরের ৫ ওভারে ৪৯ রান। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হাসান শান্তর ৩৬ বলে ৪১ রান এবং হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোর ব🔯োর্ডে ১৪০ রান তুলেছে বাংলাদেশ।