টি-টোয়েন্টিতে সহযোগী দেশের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর করল বাংলাদেশ। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ৩৭তম ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে নেপালের বিরুদ্ধে মাত্র ১০৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে লজ্জার নজির গড়ে ফেলল শাকিব আল হাসানরা। এদিকে সুপার এইট এখনও নিশ্চিত হয়নি বাংলাদেশের। নেপালের বিরু൲দ্ধে তাই জয়টা দরকার। ♛এমন ম্যাচে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৩ বল থাকতেই অর্থাৎ ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
দলের হয়ে⛦ শেষ দিকে রিশাদ ১৩ ও তাসকিন ১২ রান না করলে স্কোর আরও কম হতে পারত। মুস্তাফিজুর রান আউট হতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। নেপালের স্পিনে ধসে যায় বাংলাদেশ দল। তবে পেসার সোমনাথ কামি ৩ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন। দিপেন্দ্র সিং নেন ২ উইকেট। অধিনায়ꦍক রোহিত পাওদেল ও সন্দীপ লামিছানে দুটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন… Euro 2024: ১৩ মিনিটে বেলিংহ্যামের গোল, সার্বিয়াকে ১-০ হারিয়ꩵে জয় দিয়ে অভ♉িযান শুরু করল ইংল্যান্ড
ফিরলেন শাকিব-জাকের:
এদিনের ম্যাচে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একটা সময়ে তারা ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে অলআউটের দরজার সামনে ছিল। ক্রিজে আসেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। বাংলাদেশ তখন পর্যন্ত ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৮ রানে ব্যাট করছে। এর আগে শাকিব ২২ বল🅘ে ১৭ রান ও জাকের আলি ২৬ বলে ১২ রান করে আউট হয়েছেন।
ব্যাটিংয়ে বাজে শুরু করে বাংলাদেশ:
বাংলাদেশকে হারাবে, এই হুমকি দিয়ে রেখেছিল নেপাল। হুমকি মতোই বল হাতে তারা বাংলাদেশ দলকে চেপে ধরে। শুরুতেই ১০ ওভারের মধ্যেই তুলে নিয়েছেন বাংলাদেশের ৫ ব্যাটারকে। নেপালের বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। একাদশে পরিবর্তন আনেনি টিম ম্যানেജজমেন্ট।
আরও পড়ুন… আমি দলকে হতাশ করেছি, কাজটা শেষ করতে পারিনি- ভারতের বিরুদ্ধে হারের দায় নিলেন ইমꦯাদ ওয়াসিম
বাংলাদেশ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭ রানে ব্যাট করছিল। ক্রিজে থাকা শা𒀰কিব ১৭ রান করেন। তার সঙ্গী জাকের। এর আগে ওপেনার তানজিদ তামিম গোল্ডেন ডাক হন। পরেই আউট হন তিনে নামা নাজমুল শান্ত (৪)। ৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ২১ রানে ৩ উইকেট হয়ে যায়। লিটন আউট হন ১০ রান করে।
ক্রিজে এসেই তৌহিদ হৃদয় আউট হলে বড় বিপদে পড়ে যায় বাংলাদেশ। হৃদয় ৯ রান করে আউট হন। বাংলাদেশ ৫.৪ ওভারে ৩০ রানে হারায় ৪ উইকেট। এরপর হাল ধরার বার্তা দেওয়া মাহমুদউল্🍬লাহ রান আউট হন। তিনি ১৩ রান যোগ করেন। এরপরে আউট হন শাকিব। সেই সময়ে বাংলাদেশের স্কোর ছিল ১১.৪ ওভারে ৬১/৬ রান। এরপরে তানজিম ৩ রান, জাকের ১২ রান ও রিশাদ ১৩ রান করে সাজঘরে ফেরেন। মু্স্তাফিজুর ৩ রান করে রান আউট হন ও তাসকিন ১২ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন… Grand Prix 2024⛦ Boxing Tournament women's 75kg: রুপোর পদক জিতলেন ভারতের লভলিনা বরগোঁহাই
পুরুষদের T20 WC-তে সহযোগীদের বিরুদ্ধে পূর্ণ-সদস্য দলের দ্বারা করা সর্বনিম্ন স্কোর:-
৮৮ -ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ২০১৪
১০৬ - বাংলাদেশ বনাম নেপাল, ২০২৪ আজ
১০৮ - বাংলাদেশ বনাম হংকং, ২০১৪
১০৮ - শ্রীলঙ্কা বনাম নামিবিয়া, ২০২২