বিশ্বকাপের তিন মাস আগে অধিনায়ক পরিবর্তন নিয়ে পাকিস্তান ক্রিকেটে কম বিতর্ক হয়নি। মাত্র এক সিরিজে ব্যর্থ হওয়ার পরেই শাহিন আফ্রিদিকে সরিয়ে দেওয়া হয়। এবং বাবর আজমকে সাদা-বলের অধিনায়কের দায়িত্বে পুনর্বহাল করা হয়। তবে বাবরকে ফেরানোর পর থেকেই দলের মধ্যে ফাটল ধরে। যার জেরেই ২০২৪ টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপর্যয় ঘটে বলে দাবি বিশেষজ্ঞদের।
পাকিস্তানের বিপর্যের পর ফের বাবর আজমের উপর ক্ষোভ উগরে দিয়েছেন শহিদ আফ্রিদি, যিনি পাকিস্তানের প্রাক্তন তারকা 🍷হওয়ার পাশাপাশি শাহিনের শ্বশুরও হন। তিনি ক্ষোভ উগরে বলেছেন, শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্বকে সমর্থন করা উচিত ছিল বাবরের। ওই সময়ে তিনি নেতৃত্ব না নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। তবে অধিনায়ক বদলের ঘটনায় বা🎶বরকে সম্পূর্ণ দায়ী করছেন না আফ্রিদি। বরং পিসিবি-কেই এর জন্য মূলত দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: ভারতের কোচের পদটা পুরো আলাদা- দ্রাবিড়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গম্ভ☂ীরকে নিয়ে বড় দাবিꦰ কুম্বলের
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আমেরিকা ও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তৃতীয় ম্যাচে কানাডাকে হ🔥ারালেও, বাবরদের সুপার এইটে ওঠা নির্ভর করছিল আমেরিকার উপর। শুক্রবার আয়ারল্যান্ড-আমেরিকা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে ১ পয়েন্ট পেয়ে সুপার আট নিশ্চিত করে ফেলে আমেরিকা। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান।
গত বছরের নভেম্বরেও পাকিস্তান খারাপ পারফরম্যান্স করে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তার পরেই বাবরকে চাপ দিয়ে সব ধরনের নেতৃত্ব থেকে সরানো হয়। জাকা🧔 আশরাফের নেতৃত্বাধীন পিসিবি টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব দেয় শাহিনকে, টেস্টের দায়িত্ব দেওয়া হয় শান মাসুদকে। এর পরেই শাহিনের নেতৃত্ব মাত্র একটি টি২০ সিরিজ খেলে পাকিস্তান, যাতে তারা চূড়ান্ত ব্যর্থ হয়। এর মাঝেই বছরের প্রথম দিকে পিসিবির শীর্ষ পদে বসেন মহসিন নাকভি, এর কিছু দিন পর সাদা বল ক্রিকেটে বাবরকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন: ভারতের কোচের পদটা ♑পুরো আলাদা- দ্রাবিড়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গম্ভীরকে নিয়ে বড় দাবি কুম্ব🍃লের
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ের কিছুক্ষণ পর নিজের ইউটিউব চ্যানেলে সেই নেতৃত্ব বদলের প্রসঙ্গটি তুলে শহিদ আফ্রিদি তীব্র সমালোচনা করেন। পিসিবি এবং বাবরের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘শাহিনকে অধিনায়কত্ব দিলেন, বললেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবে। তখন বাবরের উচিত ছিল শাহিনকে সমর্থন করা। (আবার নেতৃত্বের প্রস্তাব পাওয়ার পর) ওর বলা উচিত ছিল, না🦩, আপনারা ওকে (শাহিন) অধিনায়ক বানিয়েছেন। আমরা ওর নেতৃত্বেই খেলব। কারণ, ওর সঙ্গে আমি অনেক দিন ধরে খেলছি। অধিনায়ক বানিয়েছে নির্বাচক কমিটি। আমি ওর নেতৃত্বকে সমর্থন করি। এ অবস্থানটা বাবরের নেওয়া দরকার ছিল। আর সেটা করলে বাবরের সম্মান বাড়ত, একটা দৃষ্টান্ত তৈরি হতো।’
আরও পড়ুন: বৈষ্ণো দেবীর পুণ্যার্থীবোঝাই বাসে জঙ্গি হামলা, গর্জে উঠলেন 𒐪পাক তারকা ক্রিকেটার, স্ত্রীর প্রভাব?
সঙ্গে শাহিদ আফ্রিদি যোগ করেছেন, ‘এখানে বাবরকে🧸 পুরোপুরি দোষও দেওয়া যায় না। কিছু দায় নির্বাচকদের কাঁধে বর্তায়। কারণ, কয়েক জন নির্বাচক প্রকাশ্যেই বলেছিলেন, কী ভাবে অধিনায়কত্ব করতে হয় বাবর জানে না।’
ভারতের কাছে হারের পর পিসিবি চেয়ারম্যান নাকভি পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। অনেকেই বলাবলি করছেন বিশ্বকাপের পর আট-ন' জন খেলোয়াড় বাদ পড়বেন। তবে এমন কিছু ঘটার সুযোগই নেই বলে মনে করেন আফ্রিদি। তাঁর দাবি, ‘শুনছি ৮-৯ জনকে নাকি বাদ দিয়ে দেবে। এটা তখনই করা যায়, যখন আপনার হাতে অনেক খেলো🎃য়াড় থাকে। আপনি যদি খেলোয়াড় বাবরকে সরাতে চান, ওর মতো কেউ আপনার হাতে আছে? রিজওয়ানের বিকল্প হওয়ার মতো কেউ আছে? বড় পরিবর্তনের কথা তখনই বলা যায়, যখন আপনার বেঞ্চ শক্তিশালী থাকে।’