শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অভিযান শুরু হয়নি বাংলাদেশের। অভিযান শুরুর আগেই আশঙ্কার মেঘ বাংলাদেশ শিবিরে। ইতিমধ্যেই তাদের তারকা পেসার তাসকিন আহমেদের চোট রয়েছে। তিনি বিশ্বকাপে খেলবেন কিনা, তা এখন ও স্পষ্ট নয়। তার মাঝেই এল আশঙ্কার 🃏খবর। চোটের কবলে পড়লেন তাদের আর এক তারকা পেসার শরিফুল ইসলাম। তাঁর হাতে গুরুতর চোট লেগেছে। চোট এতটাই গভীর যে, ছ'টি সেলাই পড়েছে। ফলে বিশ্বকাপে আদৌ শরি𒀰ফুলকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে চিন্তায় রয়েছে টাইগার শিবির।
আরও পড়ুন: ১৩৬ রানের পুঁজি নিয়েও লড়ল পাপ🌳ুয়া নিউ গিনি꧑, তবে শেষরক্ষা হল না, ৫ উইকেটে জিতে হাঁফ ছাড়ল উইন্ডিজ
প্রসঙ্গত, বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতিও খুব একটা সুখকর হয়নি। আমেরিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ হারতে হয়েছে তাদের। ভারতের বিরুদ্ধে ওয়ার্ম আ🌄প ম্যাচেও তারা ৬০ রানে হেরেছে। আর এমন আবহেই শরিফুলের এই চোট ঘুম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। শরিফুল ইসলামের বাঁ-হাতে চোটটা লেগেছে। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচে অনিশ্চিত এই তরুণ বাঁহাতি পেসার। প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই পাজরের পাশে চোট পেয়েছিলেন তাসকিন। তার পরেও তাঁকে বিশ্বকাপ দলে নির্বাচন করা হয়। তাসকিন আহমেদ এখনও সুস্থ নন। ফলে বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও খেলতে নামতে পারেননি তিনি। আর ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই পাওয়া চোটে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে অপর তারকা পেসার শরিফুলকে নিয়ে।
আরও পড়ুন: IPL-এ কোহলি যেভ𓃲াবে ব্যাটিং করেছে, তাতে ওরই ওপেন করা উচিত- পালটি খেয়ে দাবি গাভাসক🎶রের
নিউ ইয়র্কের নাসাউ কাউনꦍ্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ভারতের ইনিংসের শেষ ওভারে এই চোটটি পান শরিফুল। তাঁর বাঁ-হাতে চোট পান টাইগার পেসার। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জোরালো একটি শট বাঁচাতে গিয়ে হাতে পড়েছে ছ'টি সেলাই।
আরও পড়ুন: নরম মাঠ, স্পঞ্জি পিচ… ভারত🎃ীয় ক্রিকেটারদের চোটের সম্ভাবনা নিয়ে চিন্তায় দ্রাবিড꧙়
ঘটনার পরে মাঠেই বেশ যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় শরিফুলকে। মাঠেই দেখা যায় যে, হাত থেকে থেকে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শরিফুলকে। বিসিবির তরফে, শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছে দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরি। তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ঠেকাতে গিয়ে বাঁ-হাতের তর্জনী এবং মধ্যমার সংযোগস্থলে চোট পেয়েছেন শরিফুল। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নাসাউ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর বাকি চিকিৎসা সম্পন্ন হয়েছে। তাঁর হাতে একটি ছোট সা𒉰র্জারি করা হয়েছে। হাতে ৬টি সেলাই করা হয়েছে। দু'দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য ফের সার্জনের কাছে যাব। তখন বোঝা যাবে, মাঠে ফেরার জন্য কত দিন আর সময় লাগতে পারে শরিফুলের।’