বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যেই টি২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই ভারতের দখলে টিম২০ সিরিজ। ফলে তৃতীয় ম্যাচেই অভিষেক হতে পারে পেসার হর্ষিত রানার। প্রথম দুই ম্যাচে মায়াঙ্ক যাদব এবং আর্শদীপ সিংয়ের পারফরমেন্স মোটামুটি। মায়াঙ্ক প্রথম ম্যাচে নিয়েছিলেন জোড়া উইকেট, দ্বি🔯তীয় টি২০তেও তাঁর দখলে ছিল একটি উইকেট। তবে দ্বিতীয় ম্যাচে একটু বেশি রান দিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত বাংলাদেশ সিরিজে মোটের ওপর ভালোই পারফরমেন্স ভারতীয় দলের। ইতিমধ্যেই সিরিজ পকেটে ঢুকি🌼য়ে ফেলেছে টিম ইন্ডিয়া। যদিও মায়াঙ্কের সেই চেনা আগুনে গতির বোলিং এখনও পর্যন্ত দেখাই যায়নি প্রতিযোগিতায়। সেই নিয়েই এবার ভারতীয় স্পিডস্টারকে খোঁচা দিলেন বাংলাদেশ দলকে 🥂থেকে বাদ পড়া প্রাক্তন ক্রিকেটার।
মায়াঙ্ক যাদব নিজের বোলিং স্পিড কমিয়েছেন…
আসলে চোট কাটিয়ে ফেরার পর নিজের চেনা গতিতে আর বোলিং করছেন না মায়াঙ্ক যাদব। চিকিৎসক এবং কোচেদের পরামর্শে গতির থেকেও বেশি লাইন লেন্থেই জোর দিয়েছেন দিল্লির এই পেসার। আইপিএলে লখনউ সুপার জায়ান্টের জার্সিতে ১৫৬ কিমি প্রতি ꦬঘন্টার গতিবেগে বোলিং করে, ম্যাক্সওয়েল-বেয়ারস্টোর মতো তারকাদের আউট ꦜকরে সাড়া ফেলে দিয়েছিলেন এই পেসার। যদিও বাংলাদেশ সিরিজে অভিষেকের পর দুই ম্যাচে এখনও মায়াঙ্কের সেই চেনা গতির ঝলক দেখা যায় নি।
আরও পড়ুন-‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশক♔ে﷽ হারিয়ে স্বস্তিতে সূর্য…
তামিমকে যোগ্য জবাব কার্তিকের…
সেই নিয়ে বাংলাদেশের প্রাক্তন ওপেনার তামিম ইকবাল বলছেন, ‘মায়াঙ্ক যাদব এখনও সিরꩵিজে ১৫০ ছুঁতে পারেনি ’। আর সেটা শুনেই ধারাভাষ্যকার হিসেবে তামিমের সঙ্গে কাজ করা মুরলি কার্তিক এমন উত্তর দিলেন, যাতে চুপ করে গেলেন তামিম। পাল্টা মজার ছলেই মুরলি কার্তিক বলে বসেন, ‘বাংল༒াদেশও সিরিজে এখনও পর্যন্ত ১৫০ পেরোতে পারেনি’। প্রসঙ্গত প্রথম টি২০তে ১২৭ রান করার পর দ্বিতীয় টি২০তে বাংলাদেশ দল তোলে ১৩৫ রান।
আরও পড়ুন-ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতꦿে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! আইসিসির ভাবনায় ৩ দেশ…
এদিকে বর্ডার গাভাসকর ট্রফিতে আর্শদীপ, মায়াঙ্কদের দেখছেন না প্রাক্তন ক্রিকেটার আরপি সিং। তার মতে, ‘অস্ট্রে💮লিয়ার মাটিতে আকাশদীপের বোলিং বেশি ফসল দিতে পারে ভারতীয় দলকে। ওই পরিবেশের সঙ্গে আকাশের বোলিংটা যায়। মায়াঙ্কের গতি আছে, সেটাও ক্রিকেটের একটা অঙ্গ। কিন্তু মায়াঙ্ক এখনও উন্নতির জায়গায় রয়েছে, ওকে তৈরি করা হচ্ছে এখনও ’।