বছর শেষেই বড় পরীক্ষার মুখে পড়বে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে সফর করবে ভারতীয় ক্রিকেট দল। ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজটি কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে, দুই দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।
আর এই সিরিজ শুরুর আগেই প্রস্তুতি হিসাবে ভারতীয় ‘এ’ এবং অস্ট্রেলিয়া ‘এ’ দল দু'টি প্রথম-শ্র🍸েণীর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলি প্রথম প্রস্তুতি ম্যাচটি ম্যাকে স্টেডিয়ামে ৩১ অক্টোবর থেকে হবে। এবং পরেরটি ৭-১০ নভেম্বর হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এছাড়া ১৫-১৭ নভেম্বর পার্থে একটি আন্তঃ-স্ক෴োয়াড ম্যাচ ভারতীয় দল খেলবে।
আরও পড়ুন: ধোনির মতো হেলিকপ্টার শট হাঁক🎃ালেও, তাতে নিজস্বতা যোগ করে চমকে দিলেন রশিদ- ভিডিয়ো
ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ-র লাল বলের ম্যাচ দু'টি চার দিনের করে হবে। ২০২০ সালের পর এই প্রথম আইকনিক এমসিজিতে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া এ। শেষ বার এমিসিজিতে ইংল্যান্ডের কাছে দিনরাতের ম্যাচে পরাজিত হয়েছিল তারা। ভারতীয় এ দলের অস্ট্রেলিꦦয়ার সফর কিন্তু এখানেই শেষ নয়।
৩০ বছর পর এই প্রথম বার বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে। ২২ নভেম্বꦓর থেকে পার্থে সিরিজ শুরু হবে। শেষ টেস্টটি খেলা হবে সিডনিতে। ৩ জানুয়ারি থেকে শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। প্য়াট কামিন্সের নেতৃত্বে এই সিরিজ জিততে বদ্ধপরিকর থাকবে অস্ট্রেলিয়া। কারণ ২০১৭ সালের পর থেকে বর্ডার-গাভাসকর ট্রফি জেতেনি অজিরা। ঘরের মাঠে শেষ দু'বার সহ মোট চারটি সিরিজে নাগাড়ে পরাজিত হয়েছে তারা। এবার কামিন্সের নেতৃত্বে ঘরের মাঠে বদলা নিতে মরিয়া হয়ে থাকবে টিম ইন্ডিয়া। এদিকে এবার এই বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের জন্যও কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। পুরনো সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে গৌতির সামনে।