ভারতের মাটিতে ২০২৩ ওয়ান ডে বিশ্🌳বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ অক্টোবর। সুতরাং, বিশ্বকাপের প্🌠রথম ম্যাচে মাঠে নামার আগে টিম ইন্ডিয়ার হাতে পড়ে রয়েছে দেড় মাসের কিছু বেশি সময়।
এই অল্প সময়ের মধ্যেও ভারতীয় ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন না। কেননা বিশ্বকাপের আগে ভারতের সামনে রয়েছে ঠাসা আন্তর্ꩲজাতিক ক্রীড়াসূচি। টি-২০ ও ওয়ান ডে মিলিয়ে বিশ্বকাপের আগে পর্যন্ত ভারত ২টি দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে। মাঠে নামবে♎ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মতো ২টি বহুজাতিক টুর্নামেন্টে।
যদিও বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের সঙ্গে এশিয়ান গেমসের কোনও ⛎সম্পর্ক থাকছে না। কেননা বিসিসিআই সম্ভাবনাময় উঠতি ক্রিকেটারদের সঙ্গে বিশ্বকাপের ভাবনায় না থাকা তারকাদের নিয়ে সম্পূর্ণ ভিন্ন দল গড়ে নিয়েছে এশিয়ান গেমসের জন্য। তাছাড়া বিশ্বকাপের আগে ভাꦓরতীয় দল মাঠে নামবে একজোড়া প্রস্তুতি ম্যাচেও।
অগস্টের ১৮ তারিখ থেকে ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবে। তার পরেই সেপ্টেম্বরের শুরুতে টিম ইন্ডিয়ার এশিয়া কাপ অভিযান শুরু হবে। ভারত এশিয়া কাপের ফাইনালে উঠলে খেতাবি লড়াইয়ের এক সপ্তাহের মধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামতে হবে র▨োহিতদের। আপাতত দেখে নেওয়া যাক বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি।
ভারত বনাম আয়ারল্যান্ড টি-২০ সিরিজের সূচি:-
১৮ অগস্ট: প্রথম টি-২০ (ডাবলিন, ৭টা ৩০ মিনিট)।
২০ অগস্ট: দ্বিতীয় টি-২০ (ডাবলিন, ৭টা ৩০ মিনিট)।
২৩ অগস্ট: তৃতীয় টি-২০ (ডাবলিন, ৭টা ৩০ মিনিট)।
ভারতের এশিয়া কাপের গ্রুপ ম্যাচগুলির সূচি:-
২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ভারত (ক্যান্ডি, ৩টে)।
৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল (ক্যান্ডি, ৩টে)।
গ্রুপ লিগের বাধা টপকালে ভারতের এশিয়া কাপের সুপার ফোরের সম্ভাব্য সূচি:-
১০ সেপ্টেম্বর: বনাম পাকিস্তান/নেপাল (কলম্বো, ৩টে)।
১২ সেপ্টেম্বর: বনাম শ্রীলঙ্কা/আফগানিস্তান (কলম্বো, ৩টে)।
১৫ সেপ্টেম্বর: ব👍নাম বাংলাদেশ/আফগানিস্তান (কলম্বো, ৩টে)।
ভারত এশিয়া কাপের ফাইনালে উঠলে ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ৩টে থেকে তারা লড়๊াই চালাবে অপর ফাইনালিস্টের ব𝓀িরুদ্ধে।
ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের সূচি:-
২২ সেপ্টেম্বর: প্রথম ওয়ান ডে (মোহালি, ১টা ৩০ মিনিট)।
২৪ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ান ডে (ইন্দোর, ১টা ৩০ মিনিট)।
২৭ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ান ডে (রাজ𒐪কোট, ১টা ৩০ মিনিট)।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরে ৩০ সꦿেপ্টেম্বর ও ২ অক্টোবর ভারত বিশ্বকাপের ২টি অফিসিয়াল প্র্যাক্টিস ম্যাচে মাঠে নামবে। তাছাড়া ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে ভারতীয় দল অংশ নেবে এশিয়ান গেমসে।