Problems with foreign cricketers: আইপিএল ২০২৫ পুনরায় শুরু হলেও বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আন্তর্জাতিক সূচির জেরে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলি। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু লিগ পুনরায় শুরু হলেও বিভিন্ন দলের বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর কারণ শুধু সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা নয়, পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সূচির সংঘর্ষও।
IPL বন্ধ হওয়ার পিছনে কি ঘটেছিল?
২২ এপ্রিল, কাশ্মীরের এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান ২৬ জন। এরপর ভারতীয় সেনা শুরু করে ‘অপারেশন সিঁদুর’, যার ফলে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে (PoK) সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়। এর জেরে ৯ মে IPL সাময়িকভাবে স্থগিত হয়।
পরদিনই ভারত ও পাকিস্তান মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়, ফলে পুনরায় IPL চালু করার রাস্তা খুলে যায়।
নতুন সূচি ও চ্যালেঞ্জ
BCCI জানিয়েছে, IPL আবার শুরু হবে ১৭ মে, এবং ফাইনাল ম্যাচটি পিছিয়ে গেছে ২৫ মে থেকে ৩ জুন। এতে করে কিছু বড় সমস্যা দেখা দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। ১১ জুন, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন … গিল নয়, অধিনায়ক হোক…. টেস্ট দলের নেতা হওয়ার দৌড়ে নতুন নাম ভাসিয়ে দিলেন শ্রীকান্ত
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ODI সিরিজ: শুরু ২৯ মে
এমন অবস্থায় অনেক ফ্র্যাঞ্চাইজির বিদেশি খেলোয়াড় হয়তো IPL থেকে আগেভাগেই বিদায় নেবেন।
দক্ষিণ আফ্রিকার জন্য বড় মাথাব্যথা হল ৮ জন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় IPL-এ অংশ নিচ্ছেন, তার মধ্যে ৭ জন আছেন WTC ফাইনাল স্কোয়াডে। এদের মধ্যে রয়েছেন, করবিন বোশ (মুম্বই ইন্ডিয়ান্স), কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), ত্রিস্তান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্করাম (লখনউ সুপার জায়ান্টস), মার্কো জানসেন (পঞ্জাব কিংস), লুঙ্গি এনগিডি (RCB)। এই তালিকার প্রত্যেকটি দলই এখনও প্লে-অফ দৌড়ে আছে।
আরও পড়ুন … ভিডিয়ো: আমি আর ক্রিকেট দেখব না…. মুম্বই বিমানবন্দরে ভক্তের কথা শুনে অবাক বিরাট কোহলি
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (CSA) জানিয়েছে, ৩১ মে-র মধ্যে WTC স্কোয়াড ইংল্যান্ডে রিপোর্ট করবে। তবে কবে IPL ছাড়বেন খেলোয়াড়রা, সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নয়। CSA-র ন্যাশনাল টিম ডিরেক্টর ইনোক এনকওয়ে বলেন, ‘IPL খেলা বা ফিরে আসা সম্পূর্ণভাবে খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমরা আমাদের WTC প্রস্তুতির নির্ধারিত পরিকল্পনার বাইরে যাচ্ছি না। ২৬ মে-র মধ্যে সব টেস্ট খেলোয়াড়কে ফিরতেই হবে।’
অস্ট্রেলিয়ার চিন্তা তুলনামূলক কম। WTC ফাইনালে অংশ নেবে অস্ট্রেলিয়াও। IPL-এ আছেন প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্ক, জোশ হেজেলউড, জোশ ইংলিস
আরও পড়ুন … যেন IPL 2025-এর বাকি ম্যাচে গান, ডিজে ও চিয়ারলিডার না রাখা হয়! কেন এমন বললেন গাভাসকর?
স্টেটাস আপডেট:
কামিন্স ও হেড IPL-এ ফিরছেন, তবে তাদের দল SRH প্লে-অফের বাইরে,ফলে তাড়াতাড়ি দেশে ফিরতে পারেন। স্টার্ক (দিল্লি ক্যাপিটালস) শেষের ম্যাচগুলিতে খেলবেন না। হেজেলউড চোটের কারণে ছিটকে গেছেন। ইংলিস (পঞ্জাব) নিরাপত্তা আশঙ্কায় ফিরছেন না।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও সিদ্ধান্তহীন। ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে আছেন জোস বাটলার (গুজরাট), জ্যাকব বেটেল (RCB), উইল জ্যাকস (মুম্বই)। তাঁরা সবাই ২৯ মে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য স্কোয়াডে আছেন। ECB জানিয়েছে, ‘মূল IPL সূচির উপর ভিত্তি করে আমরা NOC দিয়েছিলাম। এখন নতুন ফাইনালের তারিখ ও অন্যান্য সংঘর্ষ দেখে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।’