প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা! হাতেনাতে তার ফলও পেলেন তিনি! জানা গিয়েছে, ইতিমধ্যেই কংগ্রেস তাঁকে দল থেকে বহিষ্কার করেছে! তাঁর দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, বহিষ্কৃত ওই কংগ্রেস নেতা নাকি শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন!
তথ্য বলছে, কংগ্রেস নেতৃত্বের সমালোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করায় গোয়ালিয়র পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা কৃষ্ণ রাও দীক্ষিতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নামে থাকা দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু, সেই নোটিশ পাওয়ার পরও তাঁর বক্তব্যে তিনি অনড় রয়েছেন বলে বিবৃতি দেন! এরপরই দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান মহারাজ সিং প্যাটেল নোটিশ পাঠিয়ে তিনদিনের মধ্যে তাঁর অবস্থানের ব্যাখ্যা চেয়ে পাঠান। কৃষ্ণ রাও দীক্ষিত সেই নোটিশের জবাব না দিলেও সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য সামনে আসে। সেখানে তিনি দাবি করেন, তাঁর দলের নীতিই সঠিক নয়! এরপরই তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের স্থানীয় শহর জেলা সভাপতি দেবেন্দ্র শর্মা জানান, শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশ অনুসারে - কৃষ্ণ রাও দীক্ষিতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলবিরোধী মন্তব্যের জন্য তিনদিন আগেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু, তাঁর কাছ থেকে তার কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরও বলেন, কৃষ্ণ রাও দীক্ষিত গত কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। একাধিকবার বিজেপির মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। তারপরও দলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তিনি দলের আদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন! তাই তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ ছিল দীক্ষিতের। অনুমান করা হচ্ছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিংবা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে শীঘ্রই তিনি হয়তো বিজেপিতে যোগ দেবেন।