ভারত-পাকিস্তান নিয়ে আমেরিকার যে মাথা গলানোর কোনও প্রয়োজন নেই, তা বুঝিয়ে দিলেন এস জয়শংকর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে হন্ডুরাসের দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই ভারতের বিদেশমন্ত্রী স্পষ্টভাষায় বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং লেনদেনের বিষয়টি পুরোপুরি দ্বিপাক্ষিক ব্যাপার। (একেবারে জোর দিয়ে ফের বলেন) এটা সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক বিষয়। এই বিষয়টি নিয়ে বছরের পর বছর ধরে জাতীয় ঐক্য আছে। আর তাতে কোনওরকম পরিবর্তন করা হচ্ছে না।' সেইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র সন্ত্রাসবাদ এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হবে।
ভারতের মুখঝামটা খেয়েও ক্রেডিট নেওয়ার চেষ্টা ট্রাম্পের
আর জয়শংকর সেই বার্তা দিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরে। ট্রাম্প দাবি করে আসছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে, সেটা সম্ভব হয়েছে আমেরিকার কারণেই। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছিল বলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেই যাচ্ছেন ট্রাম্প। শুধু তাই নয়, কাশ্মীর নিয়েও ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দেন।
আরও পড়ুন: পারিবারিক সম্পত্তি বাঁচাতেই পাকিস্তানকে বাঁচালেন ট্রাম্প? সামনে এল ক্রিপ্টো চুক্তির তথ্য, উঠল প্রশ্ন
ট্রাম্পের সেই দাবি আগেই খারিজ করে দিয়েছে ভারত। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, সংঘর্ষবিরতি চুক্তির জন্য অনুরোধ করে শনিবার দুপুরে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের ফোন আসে। আর সেই অনুরোধ মতো ভারত আর পাকিস্তানের অস্বস্তি বাড়ায়নি বলে স্পষ্টভাবে নয়াদিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়।
কাশ্মীর নিয়ে ট্রাম্পের প্রস্তাবে ছক্কা হাঁকালেন জয়শংকর
তারপরও ট্রাম্প অবশ্য থামেননি। প্রায় যেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন দাবি করে যাচ্ছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সেইসব দাবি খারিজ করে দেওয়া হলেও থামছেন মা মার্কিন প্রেসিডেন্ট। আর সেই প্রেক্ষিতে এবার ট্রাম্পের নাম না করেই কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। কাশ্মীর নিয়েও আমেরিকা যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, সেটাও ছক্কা মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: করাচিতেও হামলা চালাতে তৈরি ছিলাম, হুংকার ভারতীয় নৌসেনার, ভয়ে লেজ গুটিয়ে ছিল পাক
পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে, স্পষ্ট কথা জয়শংকরের
ভারতের বিদেশমন্ত্রী বলেন, '(পাকিস্তানের সঙ্গে) সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে। যতক্ষণ না পাকিস্তান সত্যি-সত্যি এবং স্থায়ীভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করছে না, ততদিন সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে। আর কাশ্মীর নিয়ে (পাকিস্তানের) সঙ্গে একটি মাত্র বিষয় নিয়ে আলোচনা করার বাকি আছে। ভারতের জায়গাকে অবৈধভাবে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর হিসেবে রাখা হয়েছে, সেটা ছেড়ে দিতে হবে (ইসলামাবাদকে)। সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা রাজি আছি।'