শুভব্রত মুখার্জি:- কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী জায়গা রবীন্দ্র সরোবর। এই চত্বরে যেমন রয়েছে জলাশয়, তেমন রয়েছে প্রচুর গাছপালা। এককথায় বলা যায় কলকাতার হৃদয়ে ফ্লোরা এবং ফনার এক অপূর্ব ভারসাম্যযুক্ত অঞ্চল। সম্প্রতি এই চত্বরেই দেওয়া হয়েছিল ক্রিকেট খেলার অনুমতি। প্রতিবছর আয়োজিত হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সিনেমা অর্থাৎ বিনোদন জগতের তারকাদের মধ্যে এই লিগের আয়োজন করা হয়। এই বছর সেই কারণেই রবীন্দ্র সরোবর চত্বরে সেলিব্রিটি ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু এর বিরুদ্ধে মামলা হয়। পরিবেশ রক্ষার্থে মামলা সবুজ মঞ্চ নামক একটি সংস্থা এই মামলা করেছিল। যে মামলায় কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া রায়ে স্পষ্ট বলা হয়েছে রবীন্দ্র সরোবর চত্বরে সেলিব্রিটি ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ দেওয়া যাবে না। কোন বেসরকারি কাজে এই রবীন্🐬দ্র সরোবর চত্বর ব্যবহার করা যাবে না।
বৃহস্পতিবার এই রায় দিয়েছে কলকাতা হাইকো꧋র্ট। এই রায়ের পর্যবেক্ষণে কোর্ট বেশ কড়া মন্তব্য করেছে। কোর্টের মতে সেলিব্রিটিরা রাজ্য সরকারের ' ব্লু আইড' অর্থাৎ নেক নজরে আছে এটা সবাই জানে। কিন্তু তাই বলে তাদের বাড়তি কোন সুবিধা দেওয়া যাবে না। কোর্টের আরো বক্তব্য কলকাতা শহরে ভারতীয় আর্মির অধীনে থাকা অনেক জায়গাতে ও এইভাবে পরিবেশকে নষ্ট করা হয়েছে। এখন থেকে এইধরনের কোন কার্যকলাপ কোর্ট বরদাস্ত করবে না বলে স্পষ্ট রায়ে জানিয়ে দিয়েছে। আদালতের রায় এখন কোন এইরকম লিগ(সেলিব্রেটি ক্রিকেট লিগ) বা ক্রিকেটারদের অনুশীলনের আয়োজন এই চত্বরে করা যাবে না। পাশাপাশি বিষয়টি নিয়ে রাজ্যকে হলফনামা ও জমা দিতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৫ জুলাই।
আরও পড়ুন… ভিডিয়ো: বাড়ি ফিরতেই 'মুম্বাইচা রাজা' রোহি🔯তকে ধুমধাম করে স্বাগত জানালেন বন্ধু🃏রা, উপস্থিত তিলকও
রবীন্দ্র সরোবর চত্বরে ৯৮ কাঠা জমি কলকাতা পুরসভার তরফে দেওয়া হয়েছিল ক্যালকাটা এন্টারটেইনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে অনুমতি দেওয়া হয়েছিল অনুশীলনের জন্য ব্যবহারের। একটি নোটিশ 🗹ও দেওয়া হয় সেই কারণেই। এরপরেই সবুজ মঞ্চ কলকাতা পুরসভার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করে বসে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য এবং টিএস শিবজ্ঞানমের বেঞ্চে বিষয়টির শুনানি হয়। অন্তর্বর্তী নির্দেশে আপাতত ক্রিকেট খেলা বন্ধ করার কথা বলা হয়েছে। হাইকোর্টের বক্তব্য রাজ্য অনেক কিছুই করতে পারে। তবে জনগনের সম্পত্🎐তি এইভাবে নষ্ট কোনভাবেই তারা করতে পারে না।