ঠিকভাবে পরিচালনা করতে পারেনি দলকে, তাই জামাইকা তালাওয়াহসকে কিনে নিয়েছেন তারা, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এক মুখপাত্র। 🌳তাদের বক্তব্য, দলের মালিকের কাছে দল বেচে দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। তবে অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তꦇৎকালীন জামাইকা তালাওয়াহস মালিক ক্রিস পার্সোউড। এক সাক্ষাৎকারে বঞ্চনার অভিযোগ তুলে তিনি জানান যে ২০২২ সালে টুর্নামেন্ট জেতা সত্বেও সরকারের তরফ থেকে কোনও রকমের সুবিধা পাননি তিনি, তাই অবশেষে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। পাশাপাশি তিনি আরও দাবি করেন যে খুব শীঘ্রই তিনি অ্যান্টিগোয়াতে একটি দল কিনতে চলেছেন কারণ তাদের মধ্যে রয়েছে ক্রিকেট খেলার ইচ্ছা এবং ক্রিকেটকে গুরুত্বও দেয় তারা।
২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় সিপিএল টুর্নামেন্ট জেতে জামাইকা তালাওয়াহস। সরকারের তরফ থেকে কোনও রকমের সুবিধা পাননি তারা। এমনকী ন্যূনতম আর্থিক সাহায্যটুকুও অবধি দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তাদের। তা🌳ই অবশেষে কোন🌠 উপায় না পেয়ে সিপিএলকে দল বেচে অ্যান্টিগুয়াতে দল কেনার সিদ্ধান্ত নিলেন তৎকালীন জামাইকা তালাওয়াহসের মালিক ক্রিস পার্সোউড, ওরফে কৃষ্ণ প্রসাদ। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন তিনি।
ক্রিস বলেন, 'দেখুন আমি মনে করি একজন ফ্র্যাঞ্চাইজির নিজের দলকে নিয়ে এমন একটি পরিবেশ বা স্থানে খেলা উচিত নয় যেখানে তাদের গুরুত্ব দেওয়া হয় না। এখানে সরকার কোনও রকমের কোনও সাহায্য তো দূর, ন্যূনতম আর্থিক সাহায্যটুকু পর্যন্ত করে না। আমরা ২০২২ সালে টুর্নামেন্ট ভালোভাবে জিতি কিন্তু দিনের শেষে আমরা সরকারের পক্ষ থেকে কি পেয়েছি? কিছুই পাইনি। সুতরাং এভাবে চলার কোন মানে হয়না। এটাই আমি মনে করি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছে আরেকটি নতুন দল কেনার। আগামীদিনে আমি অ্যান্টিগুয়াতে একটি দল কেনার সিদ্ধাꦦন্ত নিয়েছি, কারণ আমি লক্ষ্য করেছি ওরা ক্রিকেটকে বেশ গুরুত্ব দেয়। এছাড়া ওরা সম্মানও করে খেলাটাকে।'
পাশাপাশি, তিনি জানান যে দলের নাম সম্পর্কে তিনি এই মুহূর্তে কিছু ভাবেননি। ক্রিস বলেন, 'আমরা ঠিক করেছি যে আমরা জনগণের পছন্দের নামটি দেব নিজেদের দলকে। তবে এই সম্পর্কে আমরা সব রকমের ভাবনা-চিন্তা করব আগামী বছর। ইতিমধ্যেই আমরা কিংবদন্তি বোলার কার্টলে অ্যামব্রোস♓কে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও আরও বেশ কিছু তারকা ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ পদ দেব দলে। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হবে অ্যান্টিগুয়া ক্রিকেটের উন্নতি।'