বিরাট কোহলি থেকে রোহিত শর্মারা, বরাবরই ক্রিকেট মাঠে মজা কর𓄧তে পছন্দ করেন। কিন্তু ঋষভ পন্ত এমন কাজই করলেন যা অনেকেই বুঝতে পারেননি প্রথমেꦇ। সপ্তাহ তিনেক আগেই তিনি আইপিএলের রিটেনশন নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি যে রাজধানির ফ্র্যাঞ্চাইজিতে আর খেলবেন না সেই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্ত সেই সময় পন্তের ইঙ্গিত কেউই ধরতে পারেননি। অনেকেই ভেবেছিল মজা করছেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ঋষভ পন্ত। আইপিএলে এক মরশুম পর ফিরেই ধামাকাদার ইনিংস খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়েছে। দুর্ঘটনার পর কামব্যাকটাও তাঁর চোখে লাগার মতোই হয়েছে। জিতেছেন টি২০ বিশ্বকাপ। টেস্টেও করেছে🎃ন শতরান। এবার আইপিএলে নিলামে নামছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
অক্টোবরের ১০ তারিখ মধ্যরাতে হঠাৎই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ঋষভ পন্তের একটি পোস্ট। নিজের এক্স হ্যান্ডেলে তিনি নিজের ফ্যানদের উদ্দেশ্যে একটি পোস্ট💖 করে জানতে চেয়েছিলেন, যদি নিলামে ওঠেন আইপিএলে, তাহলে তাঁকে আদৌ কেউ কিনতে রাজি হবেন কিনা আর নিলেও কত দামে নিতে পারে? অর্থাৎ তিনি আইপিএলে নিলামে উঠবেন সেটাও যেমন সরাসরি বলেননি, তেমনই তিনি দলে যে নাও থাকতে পারেন। সেই নিয়েও একটি মজা করেছিলেন।
চলতি বছরের দিল্লি ক্যাপিটালসের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রিকি পন্টিংকে। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পাঠানো হয়েছিল মহিলা দলের দায়িত্বে। অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব নেওয়া নতুন সংস্থা পুরনোদের অনেককেই রাখেননি। সেই সুযোগে পন্তও চেয়েছিলেন দল ছা💟ড়তে। দুইয়ে দুইয়ে চার হতে♒ই তিনি দিল্লি ক্যাপিটালস ছাড়লেন।
আইপিএলের নিলাম হবে আগামী নভ🍷েম্বর মাসে বিদেশের মাটিতে। সেই নিলামে যে ঋষভ পন্তের জন্য টাকার থলি নিয়েই অপেক্ষা করবে ফ্র্যাঞ্চাইজিগুলো তা বলাই বাহুল্য। কারণ পন্ত স্রেফ ভালো উইকেটরক্ষক ব্যাটারই নন, তিনি করেছেন অধিনায়কত্বও। আর এবারের আইপিএলের নিলামে বেশ কয়েকটি এমন দল থাকছে যাদের হাতে কোনও অধিনায়ক নেই। ফলে পঞ্জাব, লখনউয়ের মতো দল চাইবে একদিকে যেমন উইকেটরক্ষকের জায়গা পূরণ করতে, তেমনই অধিনায়ক হিসেবেও পন্তকে বেছে নিতে
প্রসঙ্গত আইপিএলে এখনও পর্যন্ত ১১১টি ম্যাচে খেলেছেন উত্তরখণ্ড থেকে উঠে আসা ঋষভ পন্ত। সেখানে তিনি করেছেন ৩২৮৪ রান। রয়েছে ১টি শতরান এবং ১৮টি অর্ধশতরান। স্ট্রাইক রেট তো সাড়া জাগানো, ১৪৮.৯৩। ব্যাটিং ꦐগড়ও মোটের ওপর ভালোই। ৩৫-র কাছাকাছি। গত আইপিএলে ১৩ ম্যাচে পন্ত করেছিলেন ৪৪৬ রান।