শুভব্রত মুখার্জি: ভারতীয় মহিলা দলকে আগামী সপ্তাহে পরপর দু'টি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে হবে। সামনে রয়েছে প্রথমে ইংল্যান্ড দল। তার পরেই রয়েছে ♐শক্তিশালী অস্ট্রেলিয়া দল। আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে এই দু'টি সিরিজকে সেই বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হিসাবেই যে দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তা স্পষ্ট করে দিয়েছেন হেড কোচ অমল মজুমদার। তাই এই দুই সিরিজে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার ট্রয় কꦕুলিকে। এমন খবর বিসিসিআইয়ের সূত্র মারফত জানা গিয়েছে।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে প্রবাদপ্রতিম ক্রিকেটার অমল মজুমদার। তাঁকেই ভারতীয় সিনিয়র মহিলা দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ দিয়েই কোচ হিসাবে পথ চলা শুরু হবে তাঁর। বুধবার মুম্বইয়ে খেলা হবে প্রথম ম্যাচ। নাম প্রক🍎াশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা জান🐼িয়েছেন, ‘ট্রয় (কুলি) ইতিমধ্যেই দলের সঙ্গে মুম্বইতে যোগ দিয়েছে।’ ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই সিরিজ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীতে একটি টেস্ট ম্যাচও খেলবে দুই দেশ। ১৪ ডিসেম্বর থেকে খেলা হবে এই টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তাদের প্রথম টেস্ট খেলবে ২১ ডিসেম্বর।
আরও পড়ুন: পঞ্জাবের বিরুদ্ধে সেঞ্চুরি অনুষ্টুপের, ভাঙলেন সৌরভের 🎃নজির, জিতে নকআউটে🍷 বাংলা
সমস্ত ম্যাচগুলো মুম্বইতেই খেলা হবে। মুম্বইয়ের দু'টি ভেন্যু ওয়াংখেড়ে এবং ডি ওয়াই পাতিলে খেলা হবে এই ম্যাচগুলো। উল্লেখ্য, ২০২১ সাল থেকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং কোচ♛ের দায়িত্ব সামলাচ্ছেন ট্রয় কুলি। ৫৭ বছর বয়সী এই কোচ দীর্ঘ দিন ধরেই ভারতীয় ক্রিকেটে কাজ করছেন। ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকাতে খেলা হয়েছিল টি-২০ বিশ্বকাপ। সেখানেও ভারতীয় মহিলা দলের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন ট্রয় কুলি। অক্টোবর মাসে ইরানি ট্রফির ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রেস্ট অফ ইন্ডিয়ার বোলিং কোচও ছিলেন তিনি। গত বছর বাংলাদেশে ভারতীয় -এ দলের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি। তাসমানিয়ার হয়ে দীর্ঘ দিন প্রথম শ্রেণীর ক্রিকেটে সফলতার সঙ্গে খেলেছেন ট্রয় কুলি।