উইকেটের পিছনে ভারতীয়কে দেখলেই টি২০ বিশ্বকাপে থরহরি কম্প অবস্থা হয়ে যায় পাকিস্তান ক্রিকেট দলের। বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের ম্যাচে সুপার ওভারে ꦡগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে যায় পাকিস্তান। এত তারকাখচিত দল বানিয়ে মার্কিনদের বিরুদ্ধে ল্যাজেগোবরে অবস্থা হয় পাক দলের। বাবর আজম যে গতিতে রান করেছেন, তা দেখে তিনি নিজেই লজ্জা পেতে বাধ্য। স﷽েই তুলনায় অনেক ভালো ব্যাটিং করলেন মার্কিন ব্যাটাররা। পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের জয়ের প্রধান কারণই ভারতীয় বংশদ্ভুতরা। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল উইকেটের পিছন থেকে দলকে নেতৃত্ব দিলেন, এরপর ব্যাট হাতেও পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেই, বল হাতে সৌরভ নেত্রভালকর নজর কাড়লেন গোটা ম্যাচে, আর তাতেই বিশ্বকাপের পরের রাউন্ডের রাস্তা কার্যত কঠিন হয়ে গেল পাকিস্তানের।
আরও পড়ুন-ফের ব্যর্থ ম্যাক্সওয়েল, স্টই💞নিসের দৌলতে ওমানের বিরুদ্ধে👍 খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতল অজিরা
পরিস্থিতি এই মূহূর্তে যা, পাকিস্তানকে পরের তিনটি ম্যাচেই জিততে হবে, ভারতের কাছে হেরে গেলেই বিদায়ঘন্টা বেজে যেতে পারে তাঁদের। কারণ কানাডাকে আগেই হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানকেও এবারে হারাল তাঁরা। তাঁদের পরের দুই ম্যাচ আয়ারল্যান্ড এবং ভারতের বিপক্ষে। ফলে তাঁর মধ্যে একটি জিতলেই তাঁদের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যেতে পারে, অবশ্য আয়ারল্যান্ডও যদি পাকিস্তানকে হারিয়ে না দেয়। পাকিস্তা♑নের অবশ্য সুপার ওভারে ভাগ্য মোটেই ভালো নয়, ১৭ বছর আগেও ভারতের বিপক্ষে সুপার ওভারের ম্যাচে হেরেছিলেন শাহিদ আফ্রিদি, উমর গুলরা।
আরও পড়ুন-ফের ফিরল মেডেল ভারতীয় ড্রেসিং রুমে, বিশেষ কারণে পুরস্𝔍কার সিরাজক꧙ে
২০০৭ সালে টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ গেছিল সুপার ওভারে, সেই ম্যাচে ভারত🐻ের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পিছনে গ্লাভস 🥃হাতেও ছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচেও তাঁদের অধিনায়ক ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক প্যাটেল, কাকতালীয়ভাবে তিনিও উইকেটরক্ষক ব্যাটারই। ফলে দুই ক্ষেত্রেই সুপার ওভারে পাকিস্তান হারল ভারতীয় উইকেটরক্ষক এবং অধিনায়কদের বিরুদ্ধে। পাকিস্তান অবশ্য মার্কিনদের বিরুদ্ধে শুরু থেকেই নড়বড়ে ছিল।
আরও প♋ড়ুন-রাগারাগি ভুলে কোহলির পাশে সানি, পাকিস্তান ম্যাচের আগে করলেন ‘বিরাট’ ভবিষ্যদ্বাণী
মার্কিন যুক্তরাষ্ট্রের আনকোরা বোলিং লাইন আপের বিরুদ্ধে ৪৩ বলে ৪৪ রান করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, অর্থাৎ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে ধীর গতিতে রান তুলে দলকে বিপদে ঠেলেন তিনি। এরপর সুপার ওভারেও তিনি নিজে ব্যাট করতে না এসে পাঠান শাদাব খানদের। তাঁরা দলকে জয় এনে দিতে পারেননি, ফলে খাদের ধারে চলে গেল পাক শিবির। সেদিক থেকে মার্কিনদের ভারতীয় বংশদ্ভূত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল করেন ৩৮ বলে ৫০ রান। মহেন্দ্র সিং ধোনির পর মোনাঙ্কেরও নামের পাশেও লেখা থাকল টি২০ বিশ্বকাপে 🎶পাকিস্তানকে সুপার ওভারে হারানোর নজির।