টি-২০ ক্রিকেটে ইনিংস ডিক্লেয়ার করার অনুমতি নেই। তাই নিজেদের ইনিংস তড়িঘড়ি শেষ করার অভিনব কৌশল অবলম্বন করে আমিরশাহির মহিলা ক্রিকেট দল। এমন এক কাণ্ড ঘটায় তারা, যা ক্রিকেটের ইতিহাসে বেনজির সন্দেহ নেই। শেষমেশ আমিরশাহি বড় ব্যবধানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে। তবে এই ম্যাচ অন্য একাধিক কারণেও রেকর্ড বইয়ে জায়গা করে নেয়।
শনিবার ব্যাংককে আইসিসি উইমেন্স টি-২০ ওয়ার্ল্ড কাপ এশিয়া রিজিয়ন কোয়ালিফায়ারে কাতারের বিরুদ্ধে মাঠে নামে আমিরশাহি। টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়ার জন্য আমিরশাহির এই ম্যাচ জেতা দরকার ছিল। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কায় ছিল আমিরশাহি। তাই সময় বাঁচাতেই দুর্দান্ত এক সিদ্ধান্ত নেয় আমিরশাহির টিম ম্যানেজমেন্ট।
কেন ১০ ব্যাটারকে রিটায়ার্ড আউট ঘোষণা করে আমিরশাহি
ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আমিরশাহি। তারা ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৯২ রান তোলে। আমিরশাহির মনে হয় যে, কাতারকে হারানোর জন্য এই রান যথেষ্ট। তাই তারা সময় বাঁচাতে ইনিংস ডিক্লেয়ার করার চেষ্টা করে। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের মতো টি-২০ ক্রিকেটে ইনিংস ডিক্লেয়ার করা যায় না। তাই দলগত ১৯২ রানের মাথায় আমিরশাহি তাদের ১০ ব্যাটারকেই রিটায়ার্ড আউট করার সিদ্ধান্ত নেয়। দু'জন করে ব্যাটার ক্রিজে আসেন এবং রিটায়ার্ড আউট হয়ে ডাগ-আউটে ফেরেন।
ফলে ১৬ ওভারে ১৯২ রানে আমিরশাহিকে অল-আউট ঘোষণা করা হয়। পালটা ব্যাট করতে নামা কাতারকে ১১.১ ওভারে মাত্র ২৯ রানে অল-আউট করে দেয় আমিরশাহি এবং ১৬৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে।
আমিরশাহির হয়ে ওপেনার তথা ক্যাপ্টেন এশা ওজা দুর্দান্ত শতরান করেন। তিনি ৫৫ বলে ১১৩ রান করে রিটায়ার্ড আউট হন। এমন মারকাটারি ইনিংসে এশা ১৪টি চার ও ৫টি ছক্কা মারেন। অপর ওপেনার তথা উইকেটকিপার তীর্থা সতীশ ৭৪ রান করে রিটায়ার্ড আউট হন। ৪২ বলের ইনিংসে তিনি ১১টি চার মারেন। আমিরশাহির আরও ৮ জন ব্যাটার কোনও বল খেলার আগেই শূন্য রানে রিটায়ার্ড আউট হন এবং একজন কোনও বল না খেলে শূন্য রানে নট-আউট থাকেন।
আরও পড়ুন:- বিনা উইকেটে ৮০ থেকে ৮১-তে ৫, মাত্র ১ রান তুলতেই পাঁচ ব্যাটারকে খোয়াল এই নামি দল- ভিডিয়ো
কাতারের হয়ে ওপেনার এমানুয়েল ২০ রান করেন। তাদের ৭ জন ব্যাটার শূন্য রানে আউট হন এবং একজন শূন্য রানে নট-আউট থাকেন। অর্থাৎ, দু'দলের মোট ১৫ জন ব্যাটার শূন্য রানে আউট হন এবং আরও ২ জন শূন্য রানে নট-আউট থাকেন। একটি ম্যাচে ১৫ জন ব্যাটারের শূন্য রানে আউট হওয়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এক দলের ১০ জন ব্যাটারের রিটায়ার্ড আউট হওয়াও এই প্রথম।