রোহিতের টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তকে মেনে নিয়েছে বিসিসিআই। তবে কোহলিকে এখনই ছাড়তে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের মাঝেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে টেস্টে হিটম্যানের অবদানকে কুর্নিশ জানায়। তবে বিসিসিআই চাইছে বিরাট কোহলি এখনও টেস্ট খেলা জারি রাখুন।
রোহিতের টেস্ট থেকে অবসর নেওয়ার পরে শনিবার জানা যায় যে বিরাট কোহলিও বোর্ডকে লাল বলের ক্রিকেট আর না খেলার কথা জানিয়ে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এটি মন খারাপ করা খবর সন্দেহ নেই। তবে বোর্ড সম্ভবত কোহলির সিদ্ধান্ত এখনই মানছে না। বিসিসিআইয়ের তরফে কোহলিকে টেস্ট খেলা চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা চলছে। ভারতীয় ক্রিকেটের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি কোহলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে খবর ক্রিকবাজের।
ভারতীয় ক্রিকেটের এই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি আসলে কে, তা খোলসা করা হয়নি। তবে জয় শাহর মতো কেউ যদি বিরাটকে বোঝানোর চেষ্টা করেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচনের আগেই কোহলির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বৈঠক হওয়ার কথা। উল্লেখ্য, মে মাসের তৃতীয় সপ্তাহের একেবারে শেষ দিকে ইংল্যান্ড সফরের জন্য দল বেছে নিতে পারেন জাতীয় নির্বাচকরা। দল নির্বাচনী বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে বিসিসিআই নতুন টেস্ট ক্যাপ্টেন বেছে নেওয়ার পরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে ভারতীয়-এ দল উড়ে যাবে ইংল্যান্ড সফরে। সেই বেসরকারি টেস্ট সিরিজের জন্য দু-এক দিনের মধ্যেই ভারতীয়-এ দল বেছে নিতে পারেন অজিত আগরকররা।
আরও পড়ুন:- বিনা উইকেটে ৮০ থেকে ৮১-তে ৫, মাত্র ১ রান তুলতেই পাঁচ ব্যাটারকে খোয়াল এই নামি দল- ভিডিয়ো
রোহিতের অবসর ঘোষণার আগেও এমনই কোন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কোহলির সঙ্গে আলোচনা একেবারে উল্টো পথে হাঁটতে পারে। আসলে কোহলির অবসর নিতে চাওয়ার কারণ বোঝার চেষ্টা করছে বিসিসিআই।
কোহলি এই মুহূর্তে বিরাট এক টেস্ট মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি টেস্টে ১০ হাজার রান পূর্ণ করা থেকে মাত্র ৭৭০ রান দূরে রয়েছেন। টেস্টের এই মাইলস্টোন অত্যন্ত সম্মানজনক সন্দেহ নেই। বিসিসিআই চাইছে বিরাট সেই মাইলস্টোন স্পর্শ করুন।