পাকিস্তানির রক্তেই বেইমানি! সংঘর্ষবিরতি চুক্তির মেরেকেটে আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যেই সেটি লঙ্ঘন করে ভারতের বিভিন্ন সীমান্ত লাগোয়া জায়গায় হামলা চালানোর চেষ্টা করল পাকিস্তান। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যা গড়িয়ে রাত হতেই শ্রীনগরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। উধমপুর, গুজরাটের কচ্ছ জেলায় পাকিস্তানি ড্রোনের গতিবিধির হদিশ মিলেছে। যেগুলি ধ্বংস করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। আর সেই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে তুমুল ক্ষোভপ্রকাশ করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, 'সংঘর্ষবিরতি চুক্তির কী হল? শ্রীনগর ছুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।'
ফের ব্ল্যাক-আউট, একের পর এক জায়গায় লাইট অফ
তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে জম্মু, পাঠানকোট, কাঠুয়া, রাজস্থানের জয়সলমের, পঞ্জাবের ফিরোজপুর, পঞ্জাবের মোগা, রাজস্থানের বারমেরের মতো জায়গায় সম্পূর্ণ ‘ব্ল্যাক-আউট’-র পথে হেঁটেছে প্রশাসন। বিভিন্ন জায়গায় শোনা গিয়েছে সাইরেনের শব্দ। কোনওরকম ঝুঁকি না নিয়ে সুরক্ষামূলক পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রে খবর। ফাঁকা করে দেওয়া হচ্ছে রাস্তা।
ক্রেডিট নেওয়ার চেষ্টা আমেরিকার, মুখ পুড়ল ট্রাম্পদের?
বিষয়টি নিয়ে আপাতত ভারতের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হলেও পাকিস্তানের নোংরামির জেরে আমেরিকা চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ কয়েকদিনের উত্তেজনার পরে ভারত এবং পাকিস্তান যখন শনিবার বিকেল পাঁচটা থেকে সংঘর্ষবিরতি চুক্তিতে রাজি হয়, তখন থেকেই নিজেদের ক্রেডিট নিতে ঝাঁপিয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্পরা। অথচ সেটা তিন ঘণ্টাও টিকতে দিল না পাকিস্তান।
আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ থামছে না, সাফ কথা জয়শংকরের
পাকিস্তানকে হুংকার দেন ভারতীয় নৌসেনার অফিসার
যদিও পাকিস্তান যে এরকম বেইমানি করছে, তাতে কেউ-কেউ একেবারেই অবাক নন। সম্ভবত অবাক হন ভারতের সামরিক বাহিনীও (ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা)। কারণ সংঘর্ষবিরতি চুক্তির পরে নৌসেনার কমোরোডোর রঘুনাথ কে নায়ার জানান, পাকিস্তান যদি উত্তেজনা তৈরির চেষ্টা করে, তাহলে পালটা জবাব মিলবে। এবারও যখন পাকিস্তান কোনও উলটো-পালটা কাজ করেছে, তখন পালটা জবাব দেওয়া হয়েছে। আগামিদিনেও সেটাই করা হবে।
আরও পড়ুন: 'এবার জঙ্গি হামলা হলেই...', পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের, ছেড়ে কথা বলবেন না মোদীরা
শনিবার সন্ধ্যায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সাংবাদিক বৈঠকে কমোরোডোর নায়ার বলেন, ‘আমাদের মাতভূমির সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করতে বদ্ধপরিকর আমরা। পাকিস্তানের প্রতিটি বাড়াবাড়ি পদক্ষেপের পালটা কড়া জবাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে উত্তেজনা বাড়ালে কঠোর প্রত্যুত্তর মিলবে। দেশের রক্ষার জন্য যে অভিযান করতে হোক না কেন, সেটার জন্য আমরা সবসময় পুরোপুরি তৈরি থাকি।’