‘শুভম’ ছবির হাত ধরে এবার প্রযোজনার জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সামান্থার এই ছবি। বর্তমানে ছবিটির প্রচারে ব্যস্ত রয়েছেন সামান্থা। সম্প্রতি, সেই ছবির প্রচারেই সামান্থা রুথ প্রভু এক সাক্ষাৎকারে বলেছেন, তারকা হওয়ার কারণে কীভাবে তাঁর বাবার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই একজন ভক্তের সঙ্গে একটি ছবির জন্য তাঁকে হাসতেও হয়েছিল। সামান্থা জানান, ছবির জন্য যখন তিনি হাসছিলেন, তখন তিনি অনুভব করেন, কোনও লোকই এমন ঘটনার পর (বাবার মৃত্যুর পর) কোনও সুস্থ সাধারণ মানুষের কাছে মোটেও হাসি আশা করেন না।
Galatta Plus-এৎ সঙ্গে একান্ত কথোপকথনে সামান্থা বলেন, ‘কেউ ছবি তুলতে এলে আমি কখনই তাঁকে ফিরিয়ে দিই না, কারণ মানুষের জন্যই, তাঁদের ভালোবাসাতেই আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। আমার মনে আছে, ডিসেম্বরের সকালে আমি আমার মায়ের কাছ থেকে একটা ফোন পাই, মা জানান যে আমার বাবা আর নেই। আমি তখনই মুম্বই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ি ফিরি। ফেরার পথেই ভাবছিলাম, আমি আমার বাবার সঙ্গে বেশ কিছুদিন কথাই বলিনি। এমন ভাবনায় আমি বিমর্ষ ছিলাম। এদিকে আমার মনে আছে, আমি যখন ফ্লাইটে বসেছিলাম, তখন কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। অগত্যা আমি তাঁদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি তুলছিলাম। যদিও বিষয়টা আমায় খুবই আঘাত করে।'
আরও পড়ুন-শুরু থেকেই চর্চায়, মুক্তির পর হাউস ফুল, কত টিকিট বিক্রি হল ‘আমার বস’-এর?
কিন্তু কেন সেদিন ছবি শিকারিদের না বলেননি সামান্থা?
সামান্থা আরও বলেন, ‘আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলেও ওরা আমার মানসিক অবস্থা বুঝতে পারতেন না... কারও কাছে গিয়ে ছবি তুলতে বলতে অনেক সাহস লাগে। আমি প্রত্যাখ্যান করে তাঁদের আঘাত করতে চাইনি। হাসতে হাসতে আমার মনে হলো, একজন স্বাভাবিক মানুষের কাছ থেকে তার বাবার মৃত্যুর দিন হাসি আশা করা যায় না। এ এক সম্পূর্ণ ভিন্ন জগৎ’।