উগান্ডার প্রথমবা𒅌র টি-২০ বিশ্বকাপের যোগ্যতাꦰ অর্জন করার গল্প রূপকথার মতো মনে হতে পারে। তবে টি-২০ বিশ্বকাপ অভিযানের শুরুটা মোটেও মনে রাখার মতো হয়নি তাদের। প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় উগান্ডা।
এমন🧔টা নয় যে, টিꦑ-২০ বিশ্বকাপে বড় রানের ব্যবধানে হারার নজির নেই আর কোনও দলের। বরং এর থেকেও বেশি রানের ব্যবধানে পরাজিত হওয়ার লজ্জাজনক রেকর্ড রয়েছে টি-২০ বিশ্বকাপে। তবে উগান্ডা মাত্র ৫৮ রানে অল-আউট হয়ে নিতান্ত হতাশাজনক এক বিশ্বরেকর্ড গড়ে ফেলে।
মঙ্গলবার গায়ানায় আফগানিস্তানের ঝুলিয়ে দেওয়া বড়সড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উগান্ডা মাত্র ♛৫৮ রানে অল-আউট হয়ে যায়। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করতে নেমে আর কোনও দল এত কম রানে অল-আউট হয়নি। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে ব্যাট করে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে কম রানে অল-আউট হওয়ার লজ্জাজনক নজির গড়ে উগান্ডা।
এর আগে এই রেকর্ড ছিল যুগ্মভাবে স্কটল্যান্ড ও নিউজিল্যান্ডের নামে। স্কটল্যান্ড ২০২১ টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬০ রানে অল-আউট হয়ে যায়। নিউজিল্যান্ড ২০১৪ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার ১১৯ রানের জবাবে ব্যাট করতে 💎নেমে ৬০ রানে অল-আউট হয়।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করতে নেমে সব থেকে ছোট দলগত ইনিংস:-
১. উগান্ডা- ৫৮ (বনাম আফগানিস্তান, ২০২৪)।
২. নিউজিল্যান্ড- ৬০ (বনাম শ্রীলঙ্কা, ২০১৪)।
৩. স্কটল্যান্ড- ৬০ (বনাম আফগানিস্তান, ২০২১)।
৪. আয়ারল্যান্ড- ৬৮ (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১০)।
৫. হংকং- ৬৯ (বনাম নেপাল, ২০১৪)।
৬. বাংলাদেশ- ৭০ (বনাম নিউজিল্যান্ড, ২০১৬)।
সার্বিকভাবে প্রথম অথবা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে কম রানে অল-আউট হওয়ার রেকর্ড রয়েছ⛄ে নেদারল্যান্ডসের নামে। তারা ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৯ রানে অল-আউট হয়ে যায়। সেই নিরিখে উগান্ডা তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নেয়।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে কম রানের দলগত ইনিংস:-
১. নেদারল্যান্ডস- ৩৯ (বনাম শ্রীলঙ্কা, ২০১৪)।
২. নেদারল্যান্ডস- ৪৪ (বনাম শ্রীলঙ্কা, ২০২১)।
৩. ওয়েস্ট ইন্ডিজ- ৫৫ (বনাম ইংল্যান্ড, ২০২১)।
৪. উগান্ডা- ৫৮ (বনাম আফগানিস্তান, ২০২৪)।
৫. নিউজিল্যান্ড- ৬০ (বনাম শ্রীলঙ্কা, ২০১৪)।
৬. স্কটল্যান্ড- ৬০ (বনাম আফগানিস্তান, ২০২১)।
উল্লেখ্য, মঙ্গলবার গায়ানায় শুরুতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তোলে। পালটা💦 ব্যাট করতে নেমে উগান্ডা ১৬ ওভারেꦑ ৫৮ রানে অল-আউট হয়ে যায়। ১২৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে আফগানিস্তান।