দীর্ঘ নির্বাসন পর্ব কাটিয়ে ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে ফেরেন এস শ্রীসন্ত। যদিও আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ম🔯ঞ্চে ফের পা রাখা হয়নি তারকা পেসারের। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তাঁর ভিতরে যে জ্বালানি এখনও ফুরিয়ে যায়নি, সেটা আরও একবার প্রমাণ করলেন শ্রীসন্ত।
বুধবার চলতি ইউএস টি-১০ মাস্টার্সে বল হা🌄তে রীতিমಞতো আগুন ঝরান শ্রীসন্ত। ছোট ফর্ম্যাটে নিজের কেরিয়ারের সেরা বোলিং করেন তারকা পেসার। শুধু নিজের নয়, বরং টুর্নামেন্টের সেরা বোলিং পারফর্ম্যান্স মেলে ধরেন প্রাক্তন ভারতীয় তারকা।
লডারহিলে টুর্নামেন্টের ১৩তম ম্যাচে টেক্সাস চার্জার্সের বিরুদ্ধে মাঠে নামে হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মরিসভিল ইউনিটি। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে টেক্সাস। তারা নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০৯ রান সংগ্রহ করে। ড্যারেন স্টিভেন্স ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এছাড়া উপুল থরঙ্গা ১৩, থিসারা পেরেরা ১২ ও ক্যাপ্টেন বেন ডাঙ্ক ১৫ রান করেন। মহম্মদ হাফিজ ৮ রানে আউট হন। ২ রান করেন মুখতার আহমেদ। সোহেল তনভীর ৬ রান🗹 করে মাঠ ছাড়েন।
আরও🌱 প✃ড়ুন:- World Cup 2023 Ticket: বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে বড় আপডেট দিল BCCI, কবে-কখন-কোথায় পাওয়া যাবে অনলাইন টিকিট?
এস শ্রীসন্ত ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবার বল করতে আসেন। সেই ওভারে তিনি তুলে নেন মহম্মদ হাফিজ ও মুখতার আহমেদের উইকেট। পরে ইনিংসের নবম ওভারে দ্বিতীয়বার বল করতে আসেন শ্রীসন্ত। সেই ওভারে তিনি সাজঘরে ফেরান ড্যারেন স্টিভেন্স ও উপুল থরঙ্গাকে। শ্রীসন্ত ২ ওভারের বোলিং কোটায় ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। এটিই এখনও পর্যন্ত চলতি🌠 ইউএস টি-১০ মাস্টার্সে কোনও বোলারের সেরা পারফর্ম্যান্স। উল্লেখযোগ্য বিষয় হল, শ্রীসন্ত টি-২০ ক্রিকেটেও কখনও এক ম্যাচে ৪ উইকেট নিতে পারেননি।
যদিও শ্রীসন্তের এমন দুর্দান্ত লড়াই ব্যর্থ হয় তাঁর দল মরিসভিল 🌌ইউনিটি ম্যাচ হেরে বসায়। পালটা ব্যাট করতে নেমে মরিসভিল নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৭৫ রান সংগ্রহ করে। ৩৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে টেক্সাস।
আরও পড়ুℱন:- ICC Ranking: কারও সর্বনাশ, কারও পৌষমাস, ফখর জামান পিছিয়ে যাওয়ায় ODI ব়্যাঙ্কিংয়ে লাফ দিলেন শুভমন গিল