ঘরের মাঠে বাংলাদেশকে টি-২০ সিরিজে পরাজিত করে স্বাভাবিকভাবেই উদ্দীপ্ত আম💜েরিকা যুক্তরাষ্ট্র। নিজেদের ডেরায় টি-২০ বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাসে ফুটছে তারা। আমেরিকা এতটাই উৎফুল্ল যে, আসন্ন টি-২০ বিশ্বকাপে তারা চমক দেবে বলে আশাবাদী। অভিজ্ঞ মার্কিন পেসার আলি খান তো প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়ে বসলেন ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডার মতো দলগুলিকে।
বাংলাদেশের বিরুদ্ধে একজোড়া টি-২০ ম্যাচ জয়ের পরে আমেরিকার পেস🎃ার আলি খান, যিনি একদা কলকাতা নাইট রাইডার্সি শিবিরে মাথা গলিয়েছিলেন, দাবি করেন যে, বিশ🌳্বকাপে অঘটন ঘটাতে তৈরি তাঁরা। উল্লেযোগ্য বিষয় হল, টি-২০ বিশ্বকাপে আমেরিকা রয়েছে এ-গ্রুপে। এই গ্রুপে তাদের লড়াই ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডার বিরুদ্ধে। কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অঘটন ঘটানো বলতে বোঝায় ভারত ও পাকিস্তানকে হারানো। আলি খান যে সেদিকেই ইঙ্গিত করছেন, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না।
আলি খান স্পষ্ট জানান যে, বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার টি-২০ সিরিজ জয় কাকতালীয় নয়। তাই তারা টি-২০ বিশ্বকাপেও চমক দিতে প্রস্তুত। তারকা পেসারের কথায়, ‘আমরা (আমেরিকা) ক্ষুধার্ত, আমাদের রাস্তায় য🌼ারাই আসবে, খেয়ে ফেলার চেষ্টা করব। এটাই যথার্থ সময়, যখন আমরা ছোটখাটো কিছু পরিবর্তন করে দলে সামঞ্জস্য আনার চেষ্টা করতে পারি। দলে ভারসাম্য রয়েছে। দলের সবাই ক্ষুধার্ত। আমি নিশ্চিত (টি-২০ বিশ্বকাপে) আমেরিকা কিছু অঘটন ঘটাতে পারে।’
আলি খান আরও বলেন, ‘বিশ্বের ক্রিকেট মানচিত্রে আমেরিকাকে আলাদা করে চিহ্নিত করতে হবে। কখনও কখনও বড় দলকে হারালে তারা বলে এটা কাকতালীয়। তবে পরপর ২টি ম্যাচে তাদের হারিয়ে ꦑসিরিজ জিতলে সেটা ফ্লুক হতে পারে না। আমাদের দক্ষতা রয়েছে, স্কিল রয়েছে, ক্ষমতা রয়েছে। দরকার শুধু যথাযথ সুযোগের।’
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশকে পরপর ২টি টি-২০ ম্যাচে হারিয়ে দেয় আমেরিকা। তারা ১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টꦬি-২০ সিরিজ জয় নিশ্চিত করে। সিরিজের শেষ⛎ ম্যাচে নাজমুল হোসেন শান্তদের হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে আমেরিকার সামনে।
আমেরিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ শুরুতে ব🌜্যাট করে ৬ উইকেটে ১৫৩ রান তোলে। পালটা ব্যাট করত𓆏ে নেমে আমেরিকা ৫ উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। দ্বিতীয় টি-২০ ম্যাচে আমেরিকা শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩৮ রানে অল-আউট হয়ে যায়।