দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে পরাজিত হয়েছে ভারত। তবে বল হাতে নজর কেড়েছে বরুণ চক্রবর্তী। রবিবারের ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। একদিকে যখন দক্ষিণ আফ্রিকার মাটিতে বল হাতে দাপট দেখাচ্ছিলেন তিনি, তখন দেশের মাটিতে বাড়িতে সেই খেলা উপভোগ করছিল তাঁর ছেলে আথমান। ঘটনাচক্রে গতকাল ২ বছর বয়সে পদার্পণ করে বরুণের ছেলে। নিজ🦩ের পারফরম্যান্স তাই ছেলেকে উৎসর্গ করেছেন বরুণ। কলকাতা নাইট রাইডার্সের তরফে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে রয়েছে আথমান। সামনে টিভিতে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। সেই সময় বরুণের স্ত্রী ছোট্ট আথমানকে বাবাকে দেখিয়ে দিচ্ছেন। পরবর্তীতে সেই ভিডিয়োটি পৌঁছে যায় বরুণের কাছে। ম্যাচ শেষে সেই ভিডিয়ো দেখে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ভারতের হয়ে সম্প্রতি একের পর এক লাগাতার ভালো পারফরম্যান্স করে চলেছেন এই নাইট তারকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ফাইফার। বরুণ এখনও পর্যন্ত দেশের হয়🌊ে ১১টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৫, গড় ১৬.৪৬ এবং ইকোনমি রেট ৫.৮১।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০২৪ IPL-এ ভালো পারফরম্যান্স করেছেন তিনি। বরুণ এই মরশুমে মোট ১৫টি IPL ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ২১টি উইকেট নেন, গড় ১৯.১৪ এবং ইকোনমি রেট ৮.০৪। এখনও পর্যন্ত তিনি মোট ৭১টি IPL ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৮৩টি, গড় ২৪.১২ এবং ইকোনমি রেট ৭.৫ꦐ৬। প্রসঙ্গত, রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এডেইন মার্করাম। শুরুতেই গত ম্যাচের নায়ক সঞ্জু স্যামসন শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত যান,তাঁকে আউট করেন মার্কো জানসেন। এরপর কোনও ব্যাটসম্যানই সেই ভাবে রান করতে পারেনি। কেশব মহারাজ বাদে এদিন দক্ষিণ আফ্রিকার সব বোলাররাই একটি করে উইকেট পেয়েছিলেন। বল হাতে লড়াইটা ভালোই দিয়েছিল ভারতের বোলাররা। বরুণ ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ১টি করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং আর্শদীপ সিং। ম্যাচটি শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে যায় ভারত।