Andre Russell Recreates Shah Rukh Khan's Iconic Pose: শাহরুখ খানের সামনেই কিং খানের ‘আইকনিক’ পোজ দেখালেন ক্রিকেটার আন্দ্রে রাসেল। এরপরে তিনি শাহরুখের কাছ থেকে বেশ মজার একটা উত্তরও পেয়েছেন। বর্তমানে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলা হচ্ছে। তেমনই একটা লিগে আন্দ্রে রাসেল খেলছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। ২০১৪ সালের আইপিএল থেকেই শাহরুখ খানের নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন আন্দ্রে রাসেল। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রাসেল। এর ফলে দলের মালিকের সঙ্গে তাঁর বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়েছে। সেই কারণে বারবার ব্যর্থ হওয়ার পরেও এখনওꦬ রাসেলকে দলে রেখেছেন তিনি। নাইট রাইডার্সের হয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাজির হয়ে তাঁকে খেলতে দেখা যায়।
গত রবিবার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবুধাবি𝔍 নাইট রাইডার্স এবং ডেজার্ট ভাইপার্সের মধ্যে একটি ম্যাচ খেলা হয়েছিল। এর পরে রাসেল এবং শাহরুখ খানের একটি দুর্দান্ত ভিডিয়ো সামনে এসেছে। ম্যাচটি দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল, যেটি দেখতে শাহরুখ খানও মাঠে উপস্থিত হয়েছিলেন। আবুধাবির এই ম্যাচটি জয়ের পর শাহরুখ খান ও আন্দ্রে রাসেলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে শাহরুখ খানকে স্ট্যান্ডে বসে থাকতে দেখা যাচ্ছে। এ🤡ই সময়, রাসেল তার হাত খুলে শাহরুখ খানকে কিছু ইঙ্গিত করেন এবং তারপর শাহরুখ খান তাঁকে একটি থাম্বস আপ দেখান। তারপর ক্যামেরা রাসেলের দিকে চলে যায় এবং রাসেল শাহরুখ খানের ‘আইকনিক’ পোজটি পুনরায় করেন। রাসেলের এই স্টাইল দেখে শাহরুখ খুব খুশি হন এবং তাঁকে স্ট্যান্ড থেকে একটি ফ্লাইং কিস দেন। এর পর শাহরুখ নিজের বাইসেপ দেখিয়ে রাসেলকে তাঁর পেশি দেখাতে বলেন। ভাইরাল ভিডিয়োটি ভক্তরা বেশ উপভোগ করছেন।
আবুধাবি ম্যাচটি জিতেছে ৬ উইকেটে
ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে খেলায় আবুধাবি নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী হয়। ম্যাচে নাইট রাইডার্স টস জಞিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে আসা ডেজার্ট ভাইপার্স ২০ ওভারে বোর্ডে ৮ উইকেটে ১৬৪ রান করে। দলের হয়ে অ্যাডাম হোস ৪৫ রানের সবচেয়ে বড় ইনিংস খেলেন, যাতে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে আবুধাবি নাইট রাইডার্স ১৭.৪ ওভারে ৪ উইকেটে জয় পায়। দলের হয়ে, অ্যান্ড্রিজ গাউস ৫০ বলে অপরাজিত ৯৫ রানের꧅ সবচেয়ে বড় ইনিংস খেলেন। যার মধ্যে রয়েছে ৫টি চার এবং ৭টি ছক্কা।