আইপিএল ২০২৪-এর ৫২ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়ে ছিল গুজরাট টাইটানস। এই ম্যাচে বিরাট কোহলির কাছ থেকে একটি রকেট থ্রো দেখা গিয়েছে। তাঁর থ্রো গুজরাটের সেট ব্যাটসম্যান শাহরুখ খানকে প্যাভিলিꦺয়নের পথ দেখায়। তার দুর্দান্ত রান আউটের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। রাহুল তেওয়াটিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে শাহরুখ খান রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার ব্যাট থেকে এসেছিল ৩৭ রান।
আরও পড়ুন… IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ফ্যাফ ডু প্লেসি, ক্রিস গেইলকে পিছনে ফ🃏েললেন RCB-র ক্যাপ্টেন
বিরাট কোহলি দুর্দান্ত রান আউট করেন-
আসলে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের টস জিতে গুজরাট টাইটানসকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। গুজরাটের শুরুটা ভালো হয়নি এবং দলের ৩ ব্যাটসম্যান মাত্র ১৯ রানে আউট হয়ে যায়। এরপর ডেভিড মিলারের সঙ্গে হাফ সেঞ্চুরির জুটি গড়েন ডেভিড মিলার ও শাহরুখ খান। মিলার ৩০ রান করে করণ শর্ম🍸ার বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এর কিছুক্ষণ পরেই বিরাট কোহলি তার সরাসরি আঘাতে শাহরুখ খানকে পরাজিত করেন। শাহরুখ খান ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন। বিরাট কোহলির এমন থ্রো দেখে অবাক হয়ে গিয়েছিলেন ক্য়ামরন গ্রিনও। তাঁর এক্সপ্রেসনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরা🅺ল হচ্ছে।
আরও পড়ুন… ভিডিয়🥃ো: ভক্তদের ভিড়ে আটকে পড়লেন এনরিখ ক্লাসেন! হঠাৎ রে𒆙গে গেলেন SRH-এর তারকা ক্রিকেটার
গুজরাট ১৪৭ রানে অলআউট-
প্রথমে ব্যাট করে গুজরাট দল ১৪৭ রানে অলআউট হয়। গুজরাট মাত্র ১৯.৩ ওভারেই অল আউট হয়ে যায়। শাহরুখ খান (৩৭ রান), ডেভিড মিলার (৩০ রান) এবং রাহুল তেওয়াটিয়া (৩৫ রান) আরসিবি বোলারদের মুখোমুখি হতে পারেন। বাকি ব্যাটসম্যানরা ছিলেন সম্পূর্ণ ফ্লপ। আরসিবির হয়ে মহম্মদ সিরাজ, যশ দয়াল ও বিজয়কুমার🥂 ভাশাক ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ক্যামেরন গ্রিন ও করন শর্মা।
আরও পড়ুন… IPL 2024-সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে❀ না, ভাসছে BCCI-ECB বোঝাপড়ার কথা
ফের ব্যর্থ হলেন শুভমন গিল
এ✱ই ম্যাচেও ফ্লপ ছিলেন শুভমন গিলের ব্যাট। ওপেন করতে আসা গিল মাত্র ৭ বল মোকাবেলা করে মাত্র ২ রান করে চলে যান। গিলকে তার শিকারে পরিণত করেন মহম্মদ সিরাজ। এই ম্যাচেও ফ্লপ ঋদ্ধিমান সাহা। মাত্র ১ রানে ফি𒉰রতে হয় তাঁকে। সিরাজও তাকে নড়াচড়া করে। এই ম্যাচে সাই সুদর্শনের ব্যাটও নীরব ছিল। ১৪ বলে মাত্র ৬ রান করে ক্যামেরন গ্রিনের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি।
আরও পড়ুন… ICC Champions Trophy 2025 কে সামনে♋ রেখে PCB-র বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস
১৪৮ রান তাড়া করতে নেমে, মাত্র ১৩.৪ ওভারেই লক্ষ্য অর্জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৬ উইকেটের বিনিময়ে ১৫২ রান করে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। ২৭ বলে ৪২ রান করেন বিরাট কোহলি। ২৩ বলে ৬৪ রান করেন ফ্যাফ ডু প্লেসি। দীনেশ কার্তিক ১২ বলে ২১ রান ও স্বপ্নিলꦐ সিং ৯ বলে ১🃏৫ রান করেন। চার উইকেটে ম্যাচ জেতে গুজরাট টাইটানস। ম্য়াচের সেরা হন মহম্মদ সিরাজ।