ক্রিকেট দিনে দিনে আরও বেশি ফাস্ট হয়♛ে যাচ্ছে। খেলা যত সীমিত হচ্ছে ততই খেলার গতি বাড়ছে। এই সময়ে ব্যাটিং বোলিং কিমবা ফিল্ডিং সব দিকেই নানা আরও বেশি নিখুঁত হচ্ছে। প্রতিদিনই গড়ে উঠছে নতুন নতুন রেকর্ড, ভেঙে যাচ্ছে অতীতের একাধিক নজির। এই সময়ে ক্রিকেট মাঠে ফিল্ডাররা আরও তীক্ষ্ণ হচ্ছে, তারা আরও ভালো ক্যাচ ধরছেন। বর্তমানে ক্যার🍃িবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ একটা ক্যাচ দেখা গিয়েছে। এই ক্যাচের কারণেই ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারতে হয়েছে।
পুরানের একটি চমকপ্রদ ক্যাচ নেন অ্যালেন
আসলে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর 🙈আট নম্বর ম্যাচে অ্যান্টিগা এবং বার্বুডা ফ্যালকন্সের মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচে অ্যান্টিগা ও বার্বুডা ফ্যালকন্স দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান যখন𒊎 ব্যাট করতে আসেন, তখন তার সামনে বল করছিলেন অ্যান্টিগার স্পিন বোলার ফ্যাবিয়ান অ্যালেন।
আরও পড়ুন… রোহিত বা বাবর নয়, এই তিন ব্যাটা𝄹রকে বল করতে চান কার্টলি অ্যা🐷মব্রোজ! তালিকায় রয়েছেন এক ভারতীয়
ফ্যাবিয়ান অ্যালেনের দশম ওভারের পঞ্চম বলে নিকোলাস পুরান উইকেটের অপর প্রান্তে একটি বিপজ্জনক শট মারেন এবং এই সময় সেই বলটি অ্যালেনের দিকে দ্রুত চলে যায়। এই সময়ে ফ্যাবিয়ান অ্যালেনও ভয় পাননি। তিনি নিজের🍃 বুদ্ধির পরিচয় দেন। দ্রুত এগিয়ে আসা বলটিকে প্রথমে ক্যাচ নেওয়ার চেষ্টা না করে একটু আঘাত করে বলের গতি কমান তিনি। ফ্যাবিয়ান অ্যালেন যখন বলটি ধরতে যান তখন তিনি বলটির দিকে হাত বাড়ান। সেই সময়ে বলটি ফ্যাবিয়ান অ্যালেনের হাতে লেগে আকাশের দিকে উঠে যায় এবং বলটি নিজের গতি হারায়। এই সময়, ফ্যাবিয়ান অ্যালেনও মাঠে পড়ে যান। কিন্তু তারপর তিনি বলটি ধরে ফেলেন, একটি আপাতদৃষ্টিতে অসম্ভব ক্যাচ ধরতে সক্ষম হন ফ্যাবিয়ান অ্যালেন।
এই আশ্চর্যজনক ক্যাচের কারণ🎶ে প্রথম বলেই শূন্য রানে শেষ হয় নিকোলাস পুরানের ইনিংস। এই ম্যাচে নিকোলাস পুরানের দল ত্রিনবাগো নাইট রাইডার꧃্স নির্ধারিত ২০ ওভারে লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করতে সক্ষম হয় এবং ম্যাচটি ৬ রানে হেরে যায়। অনেকেই মনে করছেন নিকোলাস পুরানের এই ক্যাচটি যদি ফ্যাবিয়ান অ্যালেন না নিতে পারতেন তাহলে খেলার ফল অন্য হতে পরাত। কারণ এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ এর এই ক্যাচটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ক্যাচটি ভক্তদের বেশ পছন্দ হচ্ছে।
আরও পড়ুন… বদলে গিয়েছে ভারতীয় দলের সাজঘ𝕴র! কোচ দ্রাবিড়ে সঙ্গে গম্ভীরের পার্থক্যটা বোঝালেন ঋষভ পন্ত
এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন। এদিন তিনি দুরন্ত একটি ক্যাচ নেওয়ার পাশাপাশি চার ওভার বল করে🅠 ২৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। তবে এর আ🌊গে ব্যাট হাতে ১১ বলে ২টি চার ও একটি ছক্কার সাহায্যে ২৫ রান করেছিলেন। পয়েন্ট টেবিলের কথা বললে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে অ্যান্টিগা ও বার্বুডা ফ্যালকন্স। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। চলতি টুর্নামেন্টে এটাই তাদের প্রথম জয় ছিল।