Rashid Khan challenged Suryakumar Yadav: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিꦆত হয়েছিল অ্যান্টিগায়। এই ম্যাচটি ৪৭ রানে জিতে সুপার-৮ রাউন্ডে জয়ের সূচনা করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য ব্যাট হাতে ম্যাচ উইনার পারফরমেন্স করেছিলেন করলেন সূর্যকুমার যাদব। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে একটা সময়ে ৯০ রানে চার উইকেট হারিয়েছিল ভারত। এরপর পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সূর্যকুমার যাদব।
সূর্য যখন ব্যাট করতে নামেন, ট🃏িম ইন্ডিয়া হারিয়েছিল অধিনায়ক রোহিত শর্মা ও ঋষভ পন্তের উইকেট। পন্তকে এলবিডব্লিউ করার পর প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক ও অভিজ্ঞ স্পিনার রশিদ খান। সূর্যকুমার ক্রিজে এলে রশিদের বলে কয়েকটি সুইপ শট মেরে রান করেন তিনি। তবে সেই সময়ে তিনি বাউন্ডারি পাননি। এমন অবস্থায় রশিদ তার কাছে এসে রসিকতা করে বলেন, তার বল সুইপ করার চেষ্টা করবেন না।
আরও পড়ুন… গৌতম গম্ভীর নয়, জিম্বাবোয়েতে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়েই খেলতে নাম🌄বে ত𝔉রুণ ভারতীয় দল
রশিদের বলে প্রচণ্ড সুইপ শট মারেন সূর্যকুমার যাদব
রশিদের থেকে এই কথা শোনার পরেই সূর্য যেন আক্রমণাত্মক হয়ে পড়েন। এরপর আফগানিস্তানের এই অভিজ্ঞ স্পিনারের বলে সুইপ শটে তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। এর মধ্যে রয়েছে দুটি চার ও একটি ছক্কা। গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে আইসিসি। এরপরে রশিদের বলে সুইপে অনেক রান করতে দেখা যায় সূর্যকে। শুধু তাই নয়, সূর্যকু♐মার এই কাজ করলে রশিদকেও বিরক্ত হতে দেখায়। এই ম্যাচে সূর্যকুমার ২৮ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৩২ রান করেন, সেই সময়ে তিনি তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান। যেখানে বিরাট কোহলি ২৪ রানের একটি ইনিংস এবং ঋষভ পন্ত ২০ রানের একটি ইনিংস খেলেন।
‘আমি শুধু আমার খেলা খেলেছি’
আফগানিস্তানের বিরুদ্ধে তার দুর্দান্ত ব্যাটিংয়ের পর বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব🌸্যাটসম্যান সূর্যকুমার বলেছেন, ‘আমি এটাই অনুশীলন করেছি। আমি সাত থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাট করতে পছন্দ করি, কারণ এটি সবচেয়ে কঠিন পর্যায়, যখন প্রতিপক্ষ বোলাররা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। আমি সেই পর্যায়ে দায়িত্ব নিতে পছন্দ করি, আমি এটি উপভোগ করি।’
আরও পড়ুন… ভিডিয়ো: সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েই রাহুল💝 দ্রাবিড়কে কোলে তুলে নিলেন রবীন্দ্র জাদেজা
সূর্যকুমার যাদব আরও বলেছেন, ‘কোহলি যখন আউট হয়েছিলেন, আমি প্রস্তুত ছিলাম। আমি শুধু আমার খেলা এবং আমার প্রবৃত্তি বিশ্বাস করি। আমি রোহিত শর্মার সঙ্গে অনেক ক্রিকেট খে♏লেছি এবং এখন তার অধিনায়কত্বে সে আমার খেলা বোঝꦛে। তিনি আমার খেলা জানেন, তাই তিনি ফিরে বসে এটি উপভোগ করেন।’