Sadeera Samarawickrama Catch: কলম্বোর এসএসসি ক্লাবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচের প্রথম দিনের রাশ পুরোপুরি ভাবে নিজেদের হাতে রেখেছিল আয়োজক দেশ শ্রীলঙ্কা। এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে আফগানিস্তানকে ১৯৮ রানে অলআউট করে দেয় এবং তারপর দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত একট♋িও উইকেট না হারিয়ে ৮০ রান করেছে। শ্রীলঙ্কা মাত্র ১৪ ওভারে ৮০ রান করেছে। শ্রীলঙ্কা দল এখন🦄 তাদের হাতে দশ উইকেট ধরে রেখেছে। এই মুহূর্তে আফগানিস্তানের থেকে ১১৮ রানে পিছিয়ে রয়েছে তারা। এই ম্যাচ চলাকালীন, শ্রীলঙ্কার উইকেটরক্ষক সাদিরা সমরাবিক্রমে এমন একটি ক্যাচ নিয়েছিলেন যা সকলকে অবাক করে দিয়েছে।
আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন রহমত শাহ। তাঁকে ৯১ রানের মাথায় আউট করেন সাদিরা সমরাবিক্রমে। সেই সময়ে প্রভাত জয়সূর্যের বলে একটি সুইপ শট খেলতে চেয়েছিলেন রহমত শাহ। তবে রহমতের এই শট খেলার আগেও সমরাবিক্রমে ব্যাটারের মন পড়ে নিয়েছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন রহমত শটটি কোন দিকে খেলতে চেয়েছেন। বল কোন দিকে যাবে সেটি আন্দাজ করে বল পড়ার পরেই নিজেকে সেদিকে সরিয়ে নিয়ে যান শ্রীলঙ্কার উইকেটরক্ষক সমরাবিক্রমে।
যেমন ভাবা তেমনই ফল। সমরাবিক্রমে যে ভুল ছিলেন না সেটাই রহমতের শট থেকে প্রমাণ হয়ে যায। রহমত শটটি খেলার আগেই সাদিরা উইকেট থেকে বাম দিকে অনেকটা দূরে চলে যান। সেখানেই ক্যাচ দিয়ে বসেন রহমত। আফগান ব্যাটারও ত𝕴খন বিষয়টি বুঝতে পারছেন না। কারণ তিনি যখন শটটি খেলবেন ভেবেছিলেন তখন তো সেখানে কোনও ফিল্ডারই ছিল না। তাহলে এখন সেখানে কী করে ফিল্ডার এল। এরপরে তিনি সমরাবিক্রমেকে দেখে অবাক হয়ে যান এবং আউট হয়ে মাঠ ছাড়েন।
এই ক্যাচের ভিডিয়োটি আপনাকে একবারও বিরক্ত করবে না এবং আপনি এটিকে বারবার দেখতে চাইবেন। রহমত শাহের এ🌠মন একটি ক্যাচ ধরে♔ছিলেন সাদিরা সমরাবিক্রমে যেটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
এই ম্যাচে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নূর আলি জাদরান। তিনি করেন ৩১ রান। শ্রীলঙ্কার হয়ে বিশ্ব ফার্নান্ডো নেন চারটি এব൩ং জয়সূর্য ও অসিথা ফার্নান্ডো নেন তিনটি করে উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন দিমুথ করুণারত্নে এবং ৩৬ রান করেন নিশান মদুষ্কা। শ্রীলঙ্কা ও আফগা𓄧নিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আফগানিস্তান ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এবং সে কারণেই এই টেস্ট ম্যাচটি এই ডব্লিউটিসির অংশ নয়।