সচিন তেন্ডুলকর তাঁর ২৪ বছরের বর্ণাঢ্য ক🍨্যারিয়ারে যে অসংখ্য রেকর্ড স্তুপের মতোই জমা করেছেন, তার বেশিরভাগের কাছেই পৌঁছানো সম্ভব নয় বলেই যায় মনে করা হয়ে থাকে। অ্যালিস্টার কুক এবং এখন জো রুটের মত ব্যাটসম্যানরা সচিনের টেস্ট ক্রিকেটে ১৫,৯২১ রান বা ৫১ সেঞ্চুরির যে রেকর্ড রয়েছে, সেই নজিরে পৌঁছতে পারেন মনে করা হত। জো রুট এখনও পুরোদমে খেলা চালিয়ে যাচ্ছে। টেস্টে ১১ হাজারের বেশি রান করে ফেলেছে। তবু সচিনকে টপকানো বেশ কঠিন। এদিকে অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন হয়তো সচিনের সর্বোচ্চ ২০০ টেস্ট খেলার নজির স্পর্শ করলেও করতে পারে। সেই সুযোগ আপাতত রয়েছ𓄧ে।
এদিকে সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতেই পারেন বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলি। তার প্রবল সম্ভাবনাও রয়েছে। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক 💟ক্রিকেটে মোট একশোটি সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের। এর মধ্যে ওডিআই-এ সচিনের শতরানের সংখ্যা ৪৯টি। কোহলির আবার সব ফর্ম্যাট মিলিয়ে ৭৬টি সেঞ্চুরি রয়েছে। আর ওডিআই-এ বিরাট কোহলি ইতিমধ্যেই ৪৬টি সেঞ্চুরি করে ফেলেছেন। এই বছরই এশিয়া কাপ, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং বিশ্বকাপ রয়েছে। আর তাতেই সচিনকে ছাপিয়ে যেতে পারেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে সচিনের মোট সেঞ্চুরির রেকর্ড কোহলি ভাঙতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকলেও, ওডিআই-এ সেঞ্চুরির রেকর্ড ভাঙতেই পারেন তিনি। কারণ সচিনকে স্পর্শ করতে কোহলির আর তিনটি শ👍তরান হাঁকাতে হবে। আর ছাড়িয়ে যেতে চারটি। যেটা কোহলির জন্য একেবা༺রেই কঠিন লক্ষ্য নয়।
আরও পড়ুন: স্টোকস ODI World Cꦗup খেললে কপাল পুড়বে CSK🔴-এর, 2024 IPL-এর সময় হবে অস্ত্রোপচার
এই মুহূর্তে অনেকেই কোহলির পরিসংখ্যানের উপর নজর রাখছেন। তবে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রবিন উথাপ্পা বলেছেন যে, প্রাক্তন ভারত অধিনায়ক মোটেও এই রেকর্ড নিয়ে একেবারেই মাথা ঘামান না। উথাপ্পা জিও সিনেমাতে একটি মিডিয়া ইন্টারঅ্যাকশনের সময়ে বলেছিলেন, ‘বিরাট সত্যিই আর রেকর্ড ভাঙার বিষয়ে চিন্তা করে না। আমরা🅰 মানুষ এবং ভক্ত হিসেবে এট🍰ির প্রতি আচ্ছন্ন। ওর কাছে সেঞ্চুরির চেয়ে দলের জয়টাই বড় বিষয়। বিরাটের ফোকাস থাকবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের দিকে। পাশাপাশি ভারতকে ম্যাচ জেতাতে ও মুখিয়ে থাকবে। তিনি সত্যিই রেকর্ডের বিষয়ে চিন্তা করে না ও।’
ওডিআই ক্রিকেটে, কোহলি ২৭৫টি ম্যাচে ৪৬টি সেঞ্চুরি করে ফেলেছে। এবং ৬৫টি হাফ সেঞ্চুরি সহ ১২,৮৯৮ রান করেছেন। তাঁর ৫৭.৩২-র দুরন্ত গড় রয়েছে। আর স্ট্রাইকরেটও চিত্তাকর্ষক ৯৩.৬২। সচিন তেন্ডুলকর ইতিমধ্যে ৪৬৩টি ম্যাচে ৪৯টি সেঞ্🎀চুরি এবং ৯৬টি হাফসেঞ্চুরি সহ ১৮,৪২৬ রান করেছেন। তাঁর গড় ছিꦜল ৪৪.৮৩ এবং স্ট্রাইক রেট ৮৬.২৩।