প্র্যাকটিসের মধ্যেই 'চোকলি' শুনে রীতিমতো চটে গেলেন বিরাট কোহলি? কটকট করে তাকাতে দেখাতে গেল ভারতের তারকা ব্যাটারকে? সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে, তাতে তেমনই দাবি করা হয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে একটি ঘরের মধ্যে শ্যাডো প্র্যাকটিস করছেন বিরাট। সেইসময় একজন 'চোকলি-চোকলি' বলে চিৎকার করে ওঠেন। আর সেটা শুনেই ঘুরে দাঁড়িয়ে কটমট করে তাকাতে থাকেন বিরাট। তারপর ভিডিয়োটি শেষ হয়ে যায়। ফলে তারপর বিরাটে﷽র কী প্রতিক্রিয়া ছিল, তা আর দেখা যায়নি।
নেটিজেনদের প্রতিক্রিয়া
যে নেটিজেন সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়োটি পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন যে শ্রীলঙ্কꦉার একজন সমর্থক 'চোকলি-চোকলি' বলেছেন। আর তাঁকে সেই ভিডিয়ো পাঠিয়েছেন শ্রীলঙ্কার এক বন্ধু। যদিও অনেকে প্রশ্ন তুলেছেন যে ওই ভিডিয়োটি এডিট করা কিনা। অর্থাৎ বিরাটের এমনি কোনও ভিডিয়ো তুলে নিয়ে সেটায় ‘চোকলি-চোকলি’ চিৎকার জুড়ে দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন নে♑টিজেনদের একাংশ। যদিও যিনি সেই ভিডিয়োটি পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন যে সত্যিই ওই ঘটনাটি ঘটেছে।
'চোকলি-চোকলি' বলায় চটেছেন নেটিজেনরা
আর সেই ধরনের আচরণে চটেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, 'এটা একদম জঘন্য আচরণ। মনে রাখতে হবে যে আমরা রোহিত শর্মার ফ্যান (যিনি ভিডিয়োটি পোস্ট করেছেন, তিনিও নিজেকে রোহিতের ফ্যান বলে দাবি করেছেন) হওয়ার আগে আমরা ভারতীয়। আর বিরাট কোহলিও ভারতের জন্য খেলেন। বিরাটের গ🧸ুটিকয়েক ফ্যান কী করলেন বা কী বললেন, সেজন্য তাঁর মতো ক্রিকেটারকে কটাক্ষ করা একেবারেই উচ🅰িত নয়।'
অপর একজন বলেন, 'চোকলি বলে চিৎকার করুন বা যাই বলুন, বিরাট কোহলি যে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়, তা নিয়ে কোনওদিন কোনও সন্দেহ নেই।' অপর একজন বলেন, 'ভাই, আমিও রোহিতের ফ্যান। কিন্তু দয়া করে এরকম করবেন ন। বিরাট এবং রোহিত - দু'জনেরই প্রথম প🐈রܫিচয় হল ভারতীয়। আর শেষ পরিচয় হল ভারতীয়।'
আরও পড়ুন: ‘এত খারাপ ব্য꧑াটিং মেনে নেওয়া যায় না!’ টি২০ সিরিজ হেরে ব্যাটারদের ওপর দায় চাপালেন হতাশ আসালঙ্কা!
শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজে বিরাট
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরে আগামী ২ অগস্ট প্রথমবার মাঠে নামতে চলেছেন রোহিত এবং বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ൩তিনটি ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ২ অগস্ট প্রথম ম্যাচ। আগামী রবিবার (৪ অগস্ট) দ্বিতীয় ম্যাচ আছে। আর সিরিজের শেষ ম্যাচ হবে আগামী সপ্তাহের বুধবার। সেই সিরিজেই প্রথমবার গৌতম গম্ভীরের ক🌳োচিংয়ে খেলবেন রোহিত এবং বিরাট।
আরও পড়ুন: বল হাতে চমক দেখানোর পর সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন🎀 রিঙ্কু! পদক পেয়ে কী বললেন নাইট তারকা?