এমনট✅া নয় যে, জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত। বরং জিতেও বিপদ সীমার বাইরে বেরোনো সম্ভব নয়। তবে ধরমশালার পঞ্জাব কিংস বনাম আরসিবি ম্যাচটি দু'দলের কাছে টিম-টিম করে ভেসে থাকার লড়াই হিসেবে বিবেচিত হচ্ছিল। অর্থাৎ, যে দল জিতবে, তাদের সামনে প্লে-অফের দরজা খোলা থাকবে। এবং যারা হারবে, তাদের বিদায় নিশ্চিত।
এমন ডু-অর-ডাই ম্যাচে শেষ হাসি হাসে আরসিবি। পঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়ে খড়কুটো আঁকড়ে ভেসে থাকেন বিরাট কোহলিরা।🐼 অন্যদিকে টুর্নামেন🅷্টে পঞ্জাব কিংসের বাকি ম্যাচগুলি নিয়ম রক্ষার লড়াইয়ে পরিণত হয়।
ধরমশালায় টস ভাগ্য সঙ্গ দেয় হোম টিম পঞ্জাব কিংসকে। পঞ্জাব দলনায়ক স্যাম কারান টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান আরসিবিকে। পঞ্জাবে꧅র জঘন্য ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে আরসিবি বিরাট রানের ইনিংস গড়ে তোলে। পঞ্জাবের ফিল্ডাররা অন্তত ৫টি ক্যাচ মিস করায় বেঙ্গালুরু নির্ধরিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৪১ রান সংগ্রহ করে।
নিশ্চিত শতরান হাতছাড়া করেন বিরাট কোহলি। তিনি একবার শূন্য রানে ও একবার ১০ রানে জীবনদান পাও𒈔য়ার পরে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৭টি চার ও ৬টি ছক্কার সাহা🐬য্যে ৪৭ বলে ৯২ রান করে মাঠ ছাড়েন কোহলি।
শূন্য রানে জীবনদান পেয়ে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন রজত পতিদার। তিনি ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৬ রান করেন ক্যামেরন গ্রিন। ৭ বলে ১৮ রানের কার্যকরী যোগদান রাখেন দীনেশꦐ কার্তিক। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ফ্যাফ ডু'প্লেসি ৯, উইল জ্যাকস ১২ ও মহীপাল লোমরোর ০ রানে আউট হন। ১ রানে নট-আউট থাকেন স্বপ্নিল সিং।
পঞ্জাবের হার্ষাল প্যাটেল ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৩টি উইক﷽েট দখল করেন। ৩৬ রানে ২টি উইকেট নেন বিদ্বথ কাভেরাপ্পা। ১টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও স্যাম কারান। উইকেট পাননি রাহুল চাহার ও লিয়াম লিভিংস্টোন।
পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ১৭ ওভারে ১৮১ রানে অল-আউট হয়ে যায়। ৬০ রানের বিরাট ব্যবধানে ম্ওযাচ জেতে আরসিবি। রিলি রসউ ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬১ রা🧔ন করেন।
১৯ বলে ৩৭ রান করে দুর্ভাগ্যজনক রান-আউট হন শশাঙ্ক সিং। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ১৬ বলে ২৭ রান করেন জনি বেয়ারস্টো। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ১৬ বলে ২২ রান করেন স্যাম কারান। তিনি ২টি চার মারেন। বাকিরা কেউই দু꧅ই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
আরসিবির মহম্মদ সিরাজ ৪৩ রানে ৩টি উইকেট নেন। ২৯ রানে ২টি উইকেট নেন লকি ফার্গুসন। ২৮ রানে ২টি উইকেট নেন স্বপ্নিল সিং। ৩৬ রান খরচ করে একজোড়া উইকেট তুলে ন൩েন করণ শর্🎐মা। ম্যাচের সেরা হন কোহলি।