বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। টেস্ট জয়ের পাশাপাশি এটা একটা অবশ্যই বাড়তি পাওনা সমর্থকদের কাছে। আপামর বিরাট ভক্তরা দীর্♔ঘদিন ধরে এই দিনটার অপে♌ক্ষায় ছিলেন। টেস্ট ক্রিকেটে শেষ প্রায় দেড় বছর আগে শতরান পেয়েছিলেন বিরাট কোহলি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় ইনিংসে দেখা গেল পুরোনো বিরাটকে। পার্থে ১৪৩ বলে ১০০ রান করেন তিনি, ছিলেন অপরাজিত। মারেন আটটি চার এবং দুটি ছক্কা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এটি তাঁর সপ্তম শতরান ছিল। পার্থে প্রথম ইনিংসে ফ্রন্টফুটে খেলে আউট হয়ে যাওয়ার পরে এই ইনিংসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল তাঁর জন্য। খেলার পাশাপাশি বিরাট তাঁর মজা করার স্বভাবের জন্যও পরিচিত। সেরকমই কিছু মুহূর্তের টুকরো টুকরো অংশ ভিডিয়ো আকারে প্রকাশ করেছে স্টার স্পোর্টস।
সেখানেই দেখা যাচ্ছে কখনও কোহলি নিজের দলের প্লেয়ারদের নিয়ে মজা করছেন তো আবার কখনও বিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে। স্টাম্প মাইকে ধরা পড়েছে সেই কথাবার্তা। ভিডিয়োতে দেখা যাচ্ছে ঋষভ পন্তকে নিয়ে মজাও করছেন বিরাট। টেস্টে𒀰 মিচেল মার্শের একটি বল সামনে শট খেলার জন্য এগিয়ে এসেও ছেড়ে দেন ঋষভ। তখন মার্শকে উদ্দেশ্য করে বিরাট বলেন, ‘ওর আজ শট খেলার দরকার নেই, কারণ ও জানে (IPL অকশনে) যেভাবেই হোক আজ বড় কিছু হাঁকাবে।’ মূলত IPL অকশনের বিষয়টি নিয়েই মজা করছিলেন বিরাট। উল্লেখ্য, পার্থ টেস্টের তৃতীয় দিনের দিনই সৌদির জেড্ডায় শুরু হয়েছিল IPL ২০২৫-এর মেগা অকশন। সেখানেই বড় দাম হাঁকান ঋষভ পন্ত। তাঁকে দলে পেতে মরিয়া ছিল সব শিবিরই। শেষ পর্যন্ত ২৭ কোটি টাকার বিনিময় ঋষভকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্ট।
প্রসঙ্গত, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় লাভ করেছে। ভারতীয় বোলারদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটসম্যানরা। ৪ দিনেই শেষ হয়ে যায় পার্থ টেস্ট। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর এতো বড় ব্যবধানে জয় পাওয়া সত্যিই প্রশংসনীয় বিষয়। ভারত প্রথম টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩৮ রানেই অলআউট হয়ে যায় অজিরা। ৩টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ 𝓰সিরাজ। ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং ১টি করে উইকেট নেন হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি।