অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করে দিলেন বিরাট কোহলি। ভারতীয় উইকেটে স্পিন বোলারদের সামনে অত্যন্ত খারাপ অবস্থা হয়েছিল বিরাটের। শ্রীলঙ্কায় গিয়েও একইভাবে স্♌পিনারদের কাছে আউট হয়েছেন তিনি। বারবার স্পিনের বিরুদ্ধে নতি স্বীকার করায় চাপ বেড়েছে কোহলির ওপর। তিনি তাই সবার আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন, আর শুরু করেছেন অনুশীলনও।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজি🔥ং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্ট🍌িং
বিরাট কোহলির ওপরই নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ-
ভারতীয় ক্রিকেট দলের বর্ডার গাভাসকর ট্রফিতে ভবিষ্যৎ নির্ভর করবে অনেকটাই বিরাট কোহলির ওপর। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে দুবার টেস্ট সিরিজে বিরাট দুরন্ত পারফরমেন্সই দেখিয়েছিলেন। কিন্তু গতবার ২০২০-২১ সালের সিরিজে তিনি সব ম্য♉াচ না খেলেই দেশে ফিরেছিলেন কারণ তখন তাঁর স্ত্রী সন্তানসম্ভবনা ছিল।
বিরাট কোহলি চেনা ছন্দে অনুশীলনে-
এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় পর্দার আড়ালে অনুশীলন করলেও বিরাট এসেছে শুনেই স্টেডিয়ামের আশ পাশ থেকে কোথাও গাছের ওপর উঠেও বিরাটকে দেখার চেষ্টা চলল। যদিও সূত্রের খবর, বিরাট কোহলি অস্ট্রেলিয়ান উইকেটে বাউন𒉰্সের প্রতি সাবলিলই ছিলেন। তেমন কোনও অসুবিধা হয়নি তাঁর। জোরকদমেই অনুশীলন করেছেন।
আরও পড়ুন-ODI ক্🌼রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্র൩িকেটার!
বাউন্সি ট্র্যাকে সমস্যায় সরফরাজ-
যদিও প্রথমবার অস্ট্রেলিয়ায় আসলে ব্যাটারদের যে সমস্যা হয়, সেটা হয়েছে 𒅌সরফরাজ খানের সঙ্গে। তিনি এমন বাউন্সি ট্র্যাকে মানিয়ে নিতে পারেননি। এমনিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি ইনিংসে তিনি ৩০ রানও করতে পারেননি। শর্ট বলের ক্ষেত্রে ভারতের মাটিতেই সমস্যায় পড়তে হয়েছিল। ফলে অস্ট্রেলিয়ায় গিয়ে যে তাঁর এমন অবস্থ༒া হবে, সেটাও স্বাভাবিকই ছিল।
আরও পড়ুꦬন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'!💮 BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
গিল ও পন্তের মজা-
নেট সেশনে অবশ্য শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল ভালোই ব্যাটিং করেন। তাঁদের তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি। পরে ঋষভ পন্তের সঙ্গে মজা করতেও দেখা যায় শুভমন গিলকে। রোহিত শর্মার অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করতে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। অবশ্য গিলকে দিয়েও ওপেনিংয়ের একটা ক্ষীম সম্ভাবনা থাকছে। প্রসঙ্গত শুকꦆ্রবার থেকে তিন দিনের একটা ওয়ার্⭕ম আপ ম্যাচ নিজেদের মধ্যে খেলবে ভারত।