🥃 পুণে টেস্টের যা পরিস্থিতি তাতে খুব বড় অঘটন না ঘটলে এই ম্যাচেরও ফয়সলা হবেই, তা নিশ্চিতভাবে বলা যায়। পঞ্চম দিন পর্যন্ত আদৌ ম্যাচ গড়াবে কিনা সেই নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। আরও একবার চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের দুই স্টার ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যদিও ম্যাচের প্রথম দিনে যখন কিউয়িদের চাপের মধ্যে ফেলে দিয়েছিলেন অশ্বিন, ওয়াসিংটন সুন্দররা তখন ভারতীয় দল ছিল বেশ ফিল গুজ মেজাজেই।
🅺আরও পড়ুন-আবার ধাক্কা নাইট অধিনায়কের! কাঁধের চোটে ছিটকে গেলেন রঞ্জির পরের ম্যাচ থেকে!
সুন্দরের সাতের বদলা স্যান্টনারের সাত-
🐷প্রথম দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল হাতে সাত উইকেট তুলে নিয়েছিলেন ভারতের ওয়াসিনটন সুন্দর। পাল্টা দ্বিতীয় দিনে মিচেল স্যান্টনার সাত উইকেট নিয়ে ভারতীয় দলকেও চাপে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে গেলে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদেরই জেতাতে হবে। কারণ লিড ইতিমধ্যেই পৌঁছে গেছে ৩০০-র কাছাকাছি। চতুর্থ ইনিংসে যে সেই রান তাঁড়া করে জেতা বেশ কঠিন কাজ, তা বলাই বাহুল্য।
🍨আরও পড়ুন-‘আমায় ঝাড়েনি,কিন্তু লজ্জায় মুখ দেখাতে পারিনি গম্ভীরকে’! সরল স্বীকারোক্তি সঞ্জুর
সিরিজ হারের সামনে ভারত, রান করতে হবে গিল-কোহলিকে
🔜যদিও এত কিছু হওয়ার আগে ভারতীয় দলের ফিল গুড মেজাজ ধরা পড়েছিল বেঙ্গালুরু টেস্টে। টিম ইন্ডিয়ার নবীন সদস্য শুভমন গিল এই টেস্টে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। গত টেস্টে গিল খেলতে পারেননি ঘাড়ে চোটের জন্য। এই টেস্টে ফিরলেও বড় রান তিনি পাননি, করেছেন ৩০ রান। অবশ্য সেই রানও টিম ইন্ডিয়ার কাজে লেগেছে ভদ্রস্থ স্কোরে পৌঁছাতে। ঘরের মাঠে এমন অবস্থা যে রোহিতের দলের হবে, তা অনুমান করা যায় নি।
🌊আরও পড়ুন-পুণেতে অনুশীলনের সময় রোহিতের কাছে আর্জি এক ভক্তের! বললেন, ‘বিরাটকে বলে দিও তো… ’
একলঝলকে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো-
▨প্রথম টেস্টে গিলের অনুপস্থিতিতে বিরাট কোহলি করেছিলেন ৭০ রান, যদিও সেই ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে হেরে যায় ভারত। সেখানেই গিলকে মিস করে তাঁকে মিমিক করছিলেন বিরাট কোহলি। প্যাড পড়ে মাঠে ঢুকে শুভমন লিগের স্টাইলে হেঁটে মিমিক্রি করার চেষ্টা করছিলেন কোহলি, যা খুবই পছন্দ হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে আগত দর্শকদের।
𒈔আরও পড়ুন-অস্ট্রেলিয়া সিরিজে দলে ঢুকতে পারেন নীতীশ! শার্দুলকেও ডাকের সম্ভাবনা! থাকবেন শামি?
ধাক্কা খাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন-
🍸ভারতীয় দলের এই টেস্টে দ্বিতীয় ইনিংসে অবশ্য গিল, বিরাটদের নিজেদের সেরা পারফরমেনস দেখাতেই হবে। নাহলে সিরিজ হারের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নেও জল পড়ে যেতে পারে। কারণ সিরিজ শুরুর আগে মনে করা হয়েছিল নিউজিল্যান্ডকে হয়ত সিরিজে হারিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত।